বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার বারোর প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা। নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে হারের ফলে এদিন কিছুটা চাপ ছিল অস্ট্রেলিয়ার উপর। তবে টসে জিতে ফিল্ডিং নেওয়ার পর এদিন বল হাতে কার্যত দক্ষিণ আফ্রিকাকে দাঁড়াতে দেয়নি ফিঞ্চ বাহিনী। প্রথম আট ওভারের মধ্যেই মাত্র ২৩ রানে তিনটি উইকেট হারিয়ে যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল প্রোটিয়ারা। একদিকে মারক্রাম কিছুটা চেষ্টা করলেও আজ তাঁকে সঙ্গ দিতে পারেননি ক্লাসন মিলার কেউই।
পরপর উইকেট পতনের জেরে বেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন মারক্রামও। বলাই বাহুল্য এদিনওল শুরুতেই ব্যর্থ হন অধিনায়ক বাভূমা এবং কুইন্টন ডি কক। ব্যাটিংয়ের জন্য পিচ কিছুটা কষ্টকর ছিল ঠিকই অসহায় আত্মসমর্পণ করলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা তা ছিল ভীষণ হতাশাজনক। একমাত্র ৩৬ বলে ৪০ রানের ইনিংস খেলে কিছুটা সম্মান বাঁচান মারক্রাম। তারই দৌলতে ৯ উইকেট হারিয়ে ধুঁকতে ধুঁকতে শেষ পর্যন্ত ১১৮ রানে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। দুটি করে উইকেট তুলে নেন হেজেলউড, জ্যাম্পা এবং স্টার্ক। এছাড়া একটি করে উইকেট পান ম্যাক্সওয়েল এবং কামিন্স।
জবাবে ব্যাট করতে নেমে অবশ্য রান করা কষ্টকর হয়ে পড়েছিল অস্ট্রেলিয়ার পক্ষেও। রাবাডা এবং নকিয়ার সামনে এদিনও ব্যর্থ হন ওয়ার্নার এবং ফিঞ্চ। রুখে দাঁড়াবার আগেই মিচেল মার্শকেও ঘরে ফেরান কেশব মহারাজ। তবে আজ অস্ট্রেলিয়ার ত্রাতা ছিলেন সেই পুরনো নায়ক স্টিভ স্মিথ। ৩৪ বলে ৩৫ রানের ইনিংস খেলে লড়াই জিইয়ে রাখার প্রাণপণ চেষ্টা করেন তিনি। ভাল সাথ দিচ্ছিলেন গ্লেন ম্যাক্সওয়েলও। কিন্তু ১৪ এবং ১৫ তম ওভারে পর পর তারা আউট হতেই ফের একবার রোমাঞ্চকর হয়ে ওঠে এই লো স্কোরিং এনকাউন্টার।
Australia start off their #T20WorldCup 2021 campaign in style 💥#AUSvSA | https://t.co/SGLZbYpGoo pic.twitter.com/7KA89VGbCw
— T20 World Cup (@T20WorldCup) October 23, 2021
যদিও স্টয়নিস (২৪) এবং ওয়েডের (১৫) দৌলতে ৫ উইকেটে জয় তুলে নিতে কোন অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। তবে শুরু থেকে শেষ অবধি এই ম্যাচ যে ছিল ভীষণ রোমাঞ্চকর এ নিয়ে কোন সন্দেহ নেই।