“শ্রেষ্ঠ অস্ত্রটাকেই তো দেশে রেখে এসেছেন রোহিতরা”, ভারতের বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে মন্তব্য ব্রেট লি-র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরার মতো দুই তারকা ক্রিকেটারের অভাব অনুভব করবে ভারতীয় দল। অক্ষর প্যাটেল কিংবা অশ্বিন হয়তো তার বোলিংয়ের অভাবটা পূরণ করে দিতে পারবেন। কিন্তু তার ব্যাটিং অভিজ্ঞতা এবং ফিল্ডিং দক্ষতার অভাব পূরণ করা কারোর পক্ষে সম্ভব নয়।

সেইসঙ্গে ডেথ ওভারগুলিতে বুমরার নিখুঁত ইয়র্কারগুলির অভাব অত্যন্ত বেশি অনুভব করবেন রোহিত শর্মা। গত দুই তিন মাসের পারফরম্যান্সের ভিত্তিতে বলা যায় এইমুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে বড় চিন্তার কারণ হলো তাদের ডেথ বোলিং। ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং নতুন বল হাতে ভারতকে সফলতা দিতে পারবেন সেই নিয়ে কারোরই সন্দেহ নেই। কিন্তু এশিয়া কাপ থেকে শুরু করে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তারা ডেথ ওভারগুলিতে রান আটকে রাখতে ব্যর্থ হয়েছে।

এই অবস্থায় ভারতীয় দল তিন তারকা পেসার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরকে একসঙ্গে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যেতে চলেছে এবং বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই তিনজনের মধ্য থেকে একজনকে বুমরার পরিবর্ত হিসেবে মূল দলের সঙ্গে যোগ করে নেওয়া হবে। কিন্তু তিন চার মাস আগে ভারতীয় ক্রিকেটের বহুল আলোচিত এক বোলারের নাম বিবেচনা করে দেখেনি বিসিসিআই। এবার তার হয়ে মুখ খুললেন অজি কিংবদন্তি ব্রেট লি।

প্রাক্তন তারকা পেসার তুলে এনেছেন ভারতীয় স্পিডস্টার উমরান মালিকের নাম। আইপিএল এরপর কিছুদিন ভারতের হয়ে খেলার সুযোগ পেলেও প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি উমরান। তাই মূল স্রোত থেকে আপাতত কিছুটা দূরে রয়েছেন তিনি। কিন্তু ব্রেট লি মনে করেন ২২ বছর বয়সী তারকাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারত ভারতীয় দল।

umran pant

ব্রেট লি বলেছেন, “উমরান নিয়মিতভাবে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করতে পারে যা বিশ্বের খুব কম ফার্স্ট বোলারই করতে পারে। অস্ট্রেলিয়ার মাটিতে ওরাই বলে ভারতীয় দলের সম্পদ হতে পারত। আপনার কাছে যদি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির গাড়িটা থাকে আর আপনি সেটিকে গ্যারেজেই ফেলে রাখেন তাহলে লাভটা কি ওই রকম গাড়ি থাকার! আমি মনে করি ভারতের বিশ্বকাপের দলে উমরানকে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, ও এখনো হয়তো তরুণ এখনো পুরোপুরি ওর প্রতিভার বিকাশ হয়নি কিন্তু তাও এটা ওর কাছে একটা বড় সুযোগ হতে পারত।”

Reetabrata Deb

সম্পর্কিত খবর