বাংলাহান্ট ডেস্কঃ সিঙারা বানিয়ে তার ছবি ভারতের (india) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra modi) ট্যাগ করেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (scott morrison)। আজ বৈঠকের শেষে খিচুড়ি বানানোর ইচ্ছেও প্রকাশ করলেন। সেই সঙ্গে জানালেন ভারতের প্রধানমন্ত্রীর আলিঙ্গনকে তিনি মিস করেন। এমনই হালকা মেজাজে আজ পাওয়া গেল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে।
বাণিজ্য ও প্রতিরক্ষা দুই বিষয়ে বেশ কিছু প্রস্তাব নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। দুটি দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এই বৈঠকের মূল উদ্দেশ্য।
এই প্রথম ভার্চুয়াল কোনো বৈঠকে অন্য দেশের প্রধানমন্ত্রীর সাথে বসতে চলেছেন মোদি। করোনা আবহে অর্থনৈতিক সংকট কাটাতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, গত ১৮ মাসে এটি মরিসন -মোদির পঞ্চম বৈঠক।
প্রথমবার ভারত অস্ট্রেলিয়ার ভার্চুয়াল বৈঠকে বেশ হালকা মেজাজে পাওয়া গেল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে। জানালেন তিনি ‘মোদি হাগ’ কে মিস করেন, মিস করেন খিচুড়িও। পরেরবারের সাক্ষাতে সেগুলি পাওনা রইল বলেও জানালেন স্কট মরিসন।