বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মোহনবাগান (Mohun Bagan) ভক্তরা এই ব্যাপারটি সম্পর্কে নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন অনেক আগেই। অপেক্ষা ছিল শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার। শেষ পর্যন্ত ক্লাবের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা করে জানিয়ে দেওয়া হলো অজি স্ট্রাইকার জেসন কামিংসের (Jason Cummings) আগমন বার্তা। স্কটিশ চ্যাম্পিয়নশিপ, ইংলিশ লিগ ওয়ান ও অস্ট্রেলিয়ার এ লিগে ছুটিয়ে ফুটবল খেলার পর এবার তিনি আইএসএল মাতাবেন সবুজ মেরুণ জার্সিতে।
সঞ্জীব গোয়েঙ্কা অত্যন্ত যত্ন করে এই দলটিকে গড়ছেন। একাধিক তারকা ফুটবলার সই করানোর পরে এবার যে তারাই আইএসএলের অন্যতম শক্তিশালী দল সেই নিয়ে কোন সন্দেহ নেই। যে কোনও মূল্যে কামিংসকে দলে এনে মোহনবাগানের আক্রমণ ভাগকে সুদৃঢ় করে তুলতে মরিয়া ছিল ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়ার গত বিশ্বকাপের স্কোয়াডে কামিংস একজন সদস্য ছিলেন। যদিও অস্ট্রেলিয়া যে চারটি ম্যাচ খেলেছিল সেই চারটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। ২০১৮ সালের বিশ্বজয়ী ফ্রান্স দলের বিরুদ্ধে ৩৪ মিনিট মাঠে ছিলেন কামিংস। তবে ওই কম সময়ের মধ্যে নিজেকে মেলে ধরার সুযোগ পাননি তিনি। এরপর তাকে ডেনমার্ক বা এবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাদের বিরুদ্ধে মাঠে নামানো হয়নি।
তবে অস্ট্রেলিয়ার এ লিগে অসাধারণ ফর্মে ছিলেন তিনি। ওই চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ্যাটট্রিক ও একটি অ্যাসিস্ট করে সদ্য ছেড়ে আসা দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সদের দশ বছর পরে অস্ট্রেলিয়ার এ লিগ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। গোটা মরশুমে ২৫ ম্যাচ খেলে করেছেন ১৬ গোল। ফাইনাল ছাড়াও সেমিফাইনালের দুই পর্বে এ লিগে গোল ও অ্যাসিস্ট করেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার এ লিগে খেলার আগে তিনি স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিখ্যাত কিছু ক্লাবে ফুটবল খেলেছেন। স্কটল্যান্ডের বিখ্যাত রেঞ্জার্স ক্লাবে তিনি ১৮ ম্যাচ খেলে করেছেন ৬ গোল। এছাড়া ইংল্যান্ডের দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনে তিনি খেলেছেন বিখ্যাত নটিংহ্যাম ফরেস্ট ও লুটন টাউন ক্লাবের হয়ে। তার অভিজ্ঞতা ও গোল ক্ষুধাকে কাজে লাগিয়ে টানা দ্বিতীয়বার আইএসএল ট্রফি জিততে চায় সবুজ মেরুণ শিবির।