ব্যাঙ্কের ছুটির দিন বদলে দিল RBI, এবার এই দিন মিলবে ঈদের হলিডে! রইল তারিখ

বাংলাহান্ট ডেস্ক : বদলে গেল ঈদের (Eid) ছুটি। বকরি ঈদের ছুটির বিষয়ে বিভ্রান্তি দূর করতে নয়া তালিকা প্রকাশ করল আরবিআই (Reserve Bank of India)। ২৮ শে জুলাই এর বদলে ঈদ উপলক্ষে সরকারি ছুটির ঘোষণা করা হলো ২৯ শে জুন। অর্থাৎ বৃহস্পতিবার দেশ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Closed)। মঙ্গলপুর কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট এর অধীনে সরকারি ছুটির তারিখ পরিবর্তন করা হয়।

আরবিআই সূত্রে খবর, নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট এর ১৯৮১ এর ধারা ২৫ এর অধীনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবারের বদলে এবার ঈদ উপলক্ষে ছুটি দেওয়া হল বৃহস্পতিবার। শুধু তাই নয়, চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত মানি মার্কেট, ফরেক্স, সিকিউরিটি মার্কেটে হবে না কোন কাজ।

Bank Closed Dec

অন্যদিকে জুলাই মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। সম্প্রতি আরবিআই এর তরফে ঘোষণা করা হয়েছে ছুটির তালিকা। আপনারও যদি ব্যাঙ্ক সম্পর্কিত কোন গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তাহলে অবশ্যই আরবিআই এর ছুটির তালিকা দেখে তবেই ব্যাঙ্কে যান, নাহলে কিন্তু খালি হাতেই ফিরে আসতে হবে।

ছুটির কারণে যাতে কোন গ্রাহক সমস্যায় না পড়েন সে কারণেই আগেভাগে ছুটির দিনক্ষণ ঘোষণা করা হয়েছে আরবিআই এর তরফে। জানা যাচ্ছে, জুলাই মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে জানিয়ে রাখি, দেশের সব প্রান্তে যে একই দিনে ব্যাংক বন্ধ থাকবে এমনটা কিন্তু নাও হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক জুলাই মাসের কোন কোন দিন ব্যাঙ্কে থাকবে তালা।

জুলাই মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা

  • ২ জুলাই (রবিবার)
  •  ৫ জুলাই (গুরু হরগোবিন্দ জির জন্মবার্ষিকী, জম্মু এবং শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাঙ্ক)
  • ৬ জুলাই (এমএইচআইপিদি দিবস, মিজোরামে বন্ধ থাকবে ব্যাঙ্ক)
  • ৮ জুলাই (দ্বিতীয় শনিবার)
  • ৯ জুলাই (রবিবার)
  • ১১ জুলাই (কের পুজো, ত্রিপুরায় বন্ধ থাকবে ব্যাঙ্ক)
  • ১৩ জুলাই (ভানু জয়ন্তী, সিকিমে বন্ধ থাকবে ব্যাঙ্ক)
  • ১৬ জুলাই (রবিবার)
  • ১৭ জুলাই (ইউ তিরোড সিং ডে, মেঘালয় এ বন্ধ থাকবে ব্যাঙ্ক)
  • ২১ জুলাই (ড্রুকপা সে জি, সিকিমে বন্ধ থাকবে ব্যাঙ্ক)
  • ২২ জুলাই (চতুর্থ শনিবার)
  • ২৩ জুলাই (রবিবার)
  • ২৮ জুলাই (জম্মু এবং শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাংক)
  • ২৯ জুলাই (মহরম, ত্রিপুরা, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, রাজস্থান, বাংলা, নতুন দিল্লি, বিহার, ঝাড়খন্ড, ইউপিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক)
  • ৩০ জুলাই (রবিবার)
  • ৩১ জুলাই (শহীদ দিবস উপলক্ষে পঞ্জাব এবং হরিয়ানায় বন্ধ থাকবে ব্যাঙ্ক)

তবে মাথায় রাখবেন ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন পরিষেবার মাধ্যমে জরুরি কাজ সম্পন্ন করতে পারবেন সাধারণ মানুষ।

Avatar
additiya

সম্পর্কিত খবর