বাংলা হান্ট ডেস্কঃ ফ্রান্সের (France) পর এবার অস্ট্রিয়া (Austria) চরমপন্থীদের বিরুদ্ধে বড় অ্যাকশন নিচ্ছে। সোমবার ভিয়েনায় (Vienna) হওয়ার নরকিয় ঘটনার পর অষ্ট্রিয়া ‘কট্টরপন্থী মসজিদ” বন্ধ করার আদেশ দিয়েছে। ভিয়েনায় ছয়টি আলাদা আলাদা জায়গায় হওয়া নরকিয় ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল আর ১৩ জন আহত হয়েছিল। সংবাদ সংস্থা AFP এর খবর অনুযায়ী, অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রালয় চরমপন্থী মসজদি গুলোকে বন্ধ করার আদেশ জারি করেছে।
#BREAKING Austria to shut 'radical' mosques after Vienna attack pic.twitter.com/8gfo291Zzz
— AFP News Agency (@AFP) November 6, 2020
জানিয়ে দিই, অস্ট্রিয়ার ঘটনায় ISIS দায় স্বীকার করেছে। অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী কার্ল নেইমার বলেন, ‘ভিয়েনায় পুলিশের গুলিতে নিহত সন্দেহভাজন বোমা বেল্ট পরেছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, এটি ISIS এর কাজ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রিয়ায় হওয়া এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। উনি জানিয়েছিলেন যে, এই মুশকিল সময়ে ভারত তাঁদের বন্ধু অস্ট্রিয়ার পাশে আছে।
Deeply shocked and saddened by the dastardly terror attacks in Vienna. India stands with Austria during this tragic time. My thoughts are with the victims and their families.
— Narendra Modi (@narendramodi) November 3, 2020
এর আগে ফ্রান্সে চরমপন্থীদের সিরিয়াল অ্যাটাকের মামলা সামনে আসে। ফ্রান্সে ঘটে যাওয়া ঘটনার পর দেশের সরকার জঙ্গি অ্যাটাক নিয়ে হাই অ্যালার্টে আছে। ভিয়েনার ঘটনায় দুঃখ প্রকাশ করে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন বলেছিলেন যে, ফ্রান্স এই কঠিন সময়ে অস্ট্রিয়ার পাশে আছে।
উনি বলেন, ফ্রান্সের পর আমাদের এক বন্ধু দেশে এরকম ঘটনা ঘটল। এটা আমাদের ইউরোপ। আমাদের শত্রুদের জেনে রাখা উচিৎ যে, তাঁরা কাদের বিরুদ্ধে লড়াই করছে। আমরা কোনওমতেই ঝুঁকব না।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা