বাংলাহান্ট ডেস্কঃ গৃহবন্দি দশায় প্রচুর পরিমাণে ভাইরাল ভিডিও (Viral video) স্যোশাল মিডিয়ায় দৌলতে ঘরে বসেই দেখেছেন নেটদুনিয়ার বাসিন্দারা। তেমনই নেটদুনিয়ায় সদা তৎপর থাকা আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) তাঁর নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও আপলোড করেছেন, যা ইতিমধ্যেই দেখে নিয়েছেন বহু মানুষজন। সেই সঙ্গে এই অদ্ভুত ভিডিও দেখে তাজ্জব বনে গেছে নেটপড়ার বাসিন্দারা।
করোনার অস্ত্র
করোনা ভাইরাসের জেরে বর্তমানে মাস্ক, স্যানাটাইজার মানুষের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বাড়ি থেকে বেরোবার সময় মনে করে স্যানেটাইজার এবং মাস্ক সঙ্গে নিচ্ছেন মানুষজন। করোনাকে রুখতে যা বর্তমানে হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তবে এখনও অনেক ব্যক্তি আছেন, যারা বড়ি থেকে স্যানেটাইজার নিয়ে বেরোতেই ভুলে যান। তাঁদের জন্য এক অটো নিয়ে এল সমাধান।
One silver lining of Covid 19 is that it’s dramatically accelerating the creation of a Swachh Bharat…!! pic.twitter.com/mwwmpCr5da
— anand mahindra (@anandmahindra) July 10, 2020
করোনা সতর্কীকরণের নতুন পন্থা
সম্প্রতি আনন্দ মাহিন্দ্রা নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এমন একটি অটোর ভিডিও আপলোড করেছেন, যেখানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে আবার ওয়াইফাই কানেকশনও।
https://twitter.com/VENKAT_MADDULA4/status/1281498508889960448
মুম্বাইয়ের রাস্তায় স্বচ্ছ ভারত অভিযান মান্য করেই এমনই এক অটো চলছে, যেখানে রয়েছে বারবার হাত ধোয়ার ব্যাবস্থা, স্যানিটাইজেশন করার প্রক্রিয়া, মাস্ক এমনকি ডাস্টবিন সবকিছুই রয়েছে। যাত্রীদের করোনা ভাইরাস সম্বন্ধে সতর্কীকরণের বিষয়ে চালকের এই সিদ্ধান্ত।
https://twitter.com/modi_stan/status/1281680226024472576
এই ভিডিও শেয়ার করার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। সঙ্গে সঙ্গে আসতে থাকে কমেন্টের বন্যাও। একজন জানিয়েছেন, এটা কি অটো নাকি একটি মোবাইল ওয়াসরুম? আবার অনেকে বলেছেন, এই অটোর বর্জ্য জল গাছেও দেওয়া যেওয়া যাচ্ছে, যা পরিবেশ বান্ধব।