GST উৎসবের প্রথম দিনেই বাজিমাত অটো সেক্টরে! গাড়ি বিক্রির নয়া রেকর্ড মারুতি-হুন্ডাই-টাটার

Published on:

Published on:

Auto sector booms for GST rate cut.

বাংলাহান্ট ডেস্ক:  সোমবার থেকে কার্যকর হওয়া জিএসটি রেট কাট (GST Rate Cut) দেশের অটো সেক্টরে কার্যত প্রাণসঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে মন্দায় ভুগতে থাকা গাড়ি শিল্প নতুন উদ্দীপনা পেয়েছে এই সংস্কারের ফলে। নতুন হারে কর কমার পর থেকেই ছোট ও মাঝারি গাড়ির দাম কমে যাওয়ায় ক্রেতাদের ভিড় দেখা গেছে সারা দেশের শোরুমে। নবরাত্রির প্রথম দিন পড়ায় উৎসবের আমেজের সঙ্গেও মিলে গেছে এই ছাড়ের সুফল।

জিএসটি রেট কাট (GST Rate Cut) হতেই গাড়ি কেনার ধুম:

দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি জানিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত তাদের খুচরো বিক্রি ২৫,০০০ ইউনিট ছাড়িয়ে গিয়েছিল। দিনের শেষে এই সংখ্যা ৩০,০০০ গাড়ির বেশি ছুঁতে পারে বলে আশা করা হচ্ছে। কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং প্রধান পার্থ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেবল প্রথম দিনেই প্রায় ৮০,০০০ ক্রেতা তাদের শোরুমে খোঁজখবর নিয়েছেন। ছোট গাড়ির বুকিং ৫০ শতাংশ বেড়েছে, এমনকি কিছু জনপ্রিয় মডেলের স্টক ফুরিয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে (GST Rate Cut)।

আরও পড়ুন: সদস্য বাড়ছে বলিউডে, গুঞ্জন সত্যি করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ক্যাটরিনার, কবে আসছে প্রথম সন্তান?

একই চিত্র দেখা গেছে হুন্ডাই মোটর ইন্ডিয়ার ক্ষেত্রেও। সংস্থার সিওও তরুণ গর্গ বলেন, প্রথম দিনেই তারা প্রায় ১১,০০০ গাড়ি বিক্রি করেছেন, যা গত পাঁচ বছরে একদিনে সর্বোচ্চ বিক্রির রেকর্ড। তাঁর কথায়, “নবরাত্রির সূচনা এবং জিএসটি সংস্কারের ফলে বাজারে ইতিবাচক শক্তি দেখা গেছে।” টাটা মোটরসও উৎসবের দিনে চমকপ্রদ ফলাফল করেছে। তারা প্রথম দিনেই ১০,০০০ গাড়ি সরবরাহ করেছে এবং ২৫,০০০-এরও বেশি নতুন ইনকোয়ারি পেয়েছে।

এই নতুন নিয়মে ছোট গাড়ির উপর জিএসটি ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। ফলে ১,২০০ সিসি পর্যন্ত পেট্রোল, ডিজেল, হাইব্রিড, সিএনজি ও এলপিজি গাড়ির দাম (GST Rate Cut) গড়ে ৪০,০০০ টাকা থেকে ১.২ লাখ টাকা পর্যন্ত কমেছে। ফলে যেসব ক্রেতা আগে ছোট গাড়ি ভাবছিলেন, তারা এখন কিছুটা বেশি দামের বা হাই-এন্ড মডেলের দিকেও ঝুঁকছেন।

ফেডারেশন অফ অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশনস (ফাডা)-এর সভাপতি সি.এস. ভিগনেশ্বর জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে গ্রাহকদের আগ্রহ বেড়েছিল এবং নবরাত্রির প্রথম দিন বিক্রির উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। তিনি বলেন, এই সংস্কার শুধু উৎসবের মৌসুমেই নয়, বরং আগামী বহু বছর ধরে গাড়ি শিল্পের পক্ষে লাভজনক (GST Rate Cut) হবে।

Auto sector booms for GST rate cut.

আরও পড়ুন: “আমাদের কাছে ভারত গুরুত্বপূর্ণ”, জয়শংকরের সঙ্গে বৈঠকের পর কী জানালেন মার্কিন বিদেশ সচিব?

এদিকে, পুরনো গাড়ির ব্যবসাতেও এই প্রভাব পড়েছে। অনলাইন প্ল্যাটফর্ম কার্স২৪ জানিয়েছে, সোমবার দুপুরের মধ্যে তাদের ডেলিভারিতে (GST Rate Cut) ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা রেকর্ড। দিল্লি-এনসিআর সবচেয়ে এগিয়ে ছিল, তার পরেই ছিল আহমেদাবাদ, বেঙ্গালুরু, পুনে ও মুম্বই।

অন্যদিকে, হন্ডা কারস ইন্ডিয়া ঘোষণা করেছে যে তারা ডিসেম্বর পর্যন্ত জিএসটি সুবিধা ও কৌশলগত দামে বিভিন্ন মডেলকে আরও আকর্ষণীয় করে তুলবে। গাড়ি নির্মাতাদের সংগঠন সিয়াম-এর মহাসচিব রাজেশ মেনন বলেছেন, এই পদক্ষেপ ক্রেতাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভারতীয় অটো শিল্পকে নতুন গতি দেবে।