বাংলাহান্ট ডেস্ক : প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আসছে নতুন নতুন চমক। বিশ্বের কোথাও চলছে সবথেকে দ্রুত গতির ট্রেন, কোথাও আবার ট্র্যাকের সঙ্গে কোনও রকম স্পর্শ ছাড়াই ট্রেন চালানো হচ্ছে। আর এবার চালু হতে চলেছে চালক বিহীন মেট্রো (Kolkata Metro)। দুরন্ত গতিতে ছুটবে মেট্রো, তবে চালক ছাড়াই। বিশ্বের অন্য কোনও প্রান্তে নয়, খাস কলকাতা মেট্রোতেই (Kolkata Metro) চালু হতে চলেছে এমন ব্যবস্থা।
কলকাতা মেট্রোয় (Kolkata Metro) চালু হচ্ছে চালক বিহীন পরিষেবা
হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটের মেট্রোতে নেওয়া হয়েছে বড় উদ্যোগ। চালক ছাড়াই এবার মেট্রো চলবে এই রুটে। কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে খবর, ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আপাতত টানা চলবে ট্রায়াল রান। পরীক্ষামূলক চালানো হবে চালক ছাড়া মেট্রো (Kolkata Metro)। তাতে পাশ করলেই যাত্রী পরিষেবার জন্য মিলবে ছাড়পত্র।
সবই হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে: জানা যাচ্ছে, ট্রায়াল রান চলবে যাত্রী পরিষেবা শেষ হওয়ার পর। ইস্ট ওয়েস্ট মেট্রো (Kolkata Metro) রুটে যাত্রী পরিষেবা শেষ হওয়ার পরেই প্রতিদিন চালক ছাড়া মেট্রোর ট্রায়াল রান হবে। আগামী প্রায় দু সপ্তাহ পরীক্ষামূলক ভাবে চালানো হবে স্বয়ংক্রিয় মেট্রো (Kolkata Metro)। এই পদ্ধতিতে মেট্রোর দরজা খোলা বা বন্ধ থেকে, গতি নিয়ন্ত্রণ, নির্দিষ্ট স্টেশনে মেট্রো থামা বা চালু করা সবটাই হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে, কম্পিউটার নিয়ন্ত্রিত।
আরও পড়ুন : ‘যতই বড় হও…’, ৯ বছর পর হাত ধরাধরি করে এক মঞ্চে, ট্রেলার লঞ্চে কী কথা হল দেব-শুভশ্রীর?
দিল্লিতে আগেই চালু হয়েছে: জানিয়ে রাখি, দেশে এই পরিষেবা নতুন নয়। ইতিমধ্যেই দিল্লি মেট্রোতে রয়েছে চালক হীন ব্যবস্থা। ২০২০ সালে প্রথম বার এই অত্যাধুনিক পরিষেবা চালু হয় দিল্লি মেট্রোতে। এবার একই পথে পা বাড়াচ্ছে কলকাতা মেট্রোও (Kolkata Metro)। তবে এক্ষেত্রে থাকছে একটি ব্যতিক্রম।
আরও পড়ুন : মহিলাদের জিজ্ঞাসা করেন, ‘তোর স্বামী কোথায়’, IC-র বিরুদ্ধে অভিযোগ! কেষ্টর পর বিষ্ফোরক মন্ত্রী সিদ্দিকুল্লা
কলকাতা মেট্রোর ট্রায়াল রান সফল হলে এটিই হবে দেশের মধ্যে প্রথম জলের নীচে চলা চালকহীন মেট্রো। আপাতত টানা ট্রায়াল রান চলবে বলেই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। তবে কবে থেকে যাত্রী পরিষেবা চালু করা হবে তা এখনও স্পষ্ট নয়।