‘সরকার ভুল করছে, মানুষ বাঁচাতে আরও খরচ করা উচিৎ” বললেন নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ করোনায় ডুবতে থাকা অর্থনীতি প্রসঙ্গে আগেও ভারত সরকারের সমালোচনায় মুখর হয়েছেন অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ আগেও বারবার জানিয়েছিলেন, ডুবতে থাকা অর্থনীতিকে বাঁচাতে মোদি সরকার শুধুমাত্র ঋণের ব্যবস্থা করছে। কিন্তু এখন দরকার মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়া। যাতে বাজারে লেনদেন বজায় থাকে। আর তাতেই আস্তে আস্তে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সে সময় যথেষ্ট সমালোচিত হতে হয়েছিল অভিজিৎবাবুকে। বিশেষত মোদি সরকারের সমালোচনা করায় অনেকেই তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। তবে ফের একবার করোনার এই দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে সরকারের সমালোচনায় মুখর হলেন অভিজিৎবাবু। এর আগেও রাশিয়া থেকে শুরু করে অন্যান্য দেশগুলির সরকারি মিডিয়ায় যথেষ্ট সমালোচিত হয়েছিল কেন্দ্র সরকার।

করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে রীতিমতো সরব হয়েছিলেন তারা। লকডাউনের জেরে সংক্রমণ কিছুটা কমলেও এখনো ভারতের নিয়ন্ত্রণে আসেনি কোভিডের এই দ্বিতীয় ঢেউ। গত ২৪ ঘন্টাতেও নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। শুধু তাই নয়, যথেষ্ট চিন্তা বাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। মাঝে কিছুটা কমলেও ফের একবার সাড়ে চার হাজার পেরিয়েছে করোনায় নতুন মৃত্যুর সংখ্যা। এ নিয়ে দেশে প্রায় মোট করোনায় মৃত্যু হল তিন লাখেরও বেশি মানুষের। এমতাবস্থায় ফের একবার মুখ খুললেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এদিন সরকারের রণনীতির সমালোচনা করে তিনি বলেন, ” আমার মনে হয় না সরকার ঠিক কাজ করছে। জিডিপির অতিরিক্ত দুই শতাংশ খরচ করা কি সম্ভব নয়? হয়তো এমন পরিস্থিতিতে অধিকাংশ দেশের দশগুণ টাকা ধার করতো। তবে কেন সেটা করা হচ্ছে না?”

   

অভিজিৎবাবুর মতে, দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের আরো বেশি টাকা খরচ করা উচিত ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, সাধারণ মানুষকে ইউবিআই বা ইউনিভার্সাল বেসিক ইনকাম দেওয়া যায় কিনা এ বিষয়েও সরব হয়েছিলেন তিনি। তার মতে অর্থনীতিকে ফের একবার মজবুত করতে মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া দরকার। করোনায় গতবারও টাকা খরচ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল মোদি সরকারকে। খরচের অংকটা দেখতে বড় হলেও তার বেশির ভাগটাই ছিল ঋণ। যার ফলে সে ভাবে ঘুরে দাঁড়াতে পারেনি জিডিপি। এখন ফের একবার সরকারকে সে বিষয়ে সচেতন করলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কোভিড পরামর্শ মন্ত্রকেরও সদস্য তিনি। এই মুহূর্তে রাজ্যের হালও যথেষ্ট শোচনীয়। কেন্দ্রের কাছে বারবার টাকা না পেয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। অনেকেই মনে করছেন এই পরিস্থিতিতে অভিজিৎবাবুর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ad2
Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর