বাংলা হান্ট ডেস্কঃ প্রথমে বিচারপতির পদ থেকে ইস্তফা, তারপর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Former Justice Abhijit Ganguly)। এরপর প্রথমে সুকান্ত, শুভেন্দুদের সাথে তারপর শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর হাইভোল্টেজ সভায় দেখা যায় অভিজিৎকে। এরই মধ্যে মঙ্গলে শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন গঙ্গোপাধ্যায়।
গত মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি গিয়ে প্রবীণ রাজনীতিক শিশির অধিকারীর পায়ের ধুলো নেন অভিজিৎ। শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও সাক্ষাৎ হয় তার। যদিও বিজেপি নেতা অভিজিৎ বলেন, রাজনীতির কোনো কথা তাদের মধ্যে আলোচনা হয়নি। এই পর্যন্ত সব ঠিকই ছিল। তবে তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে শিশির, অভিজিৎ ও দিব্যেন্দুর ‘বৈঠকের’ এক ছবি। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে শুভেন্দুর বাড়িতে অভিজিতের বৈঠকের একটি ছবি শেয়ার করেন শাসকদলের ছাত্র সংগঠনের সভাপতি শ্রীমান তৃণাঙ্কুর ভট্টাচার্য। ছবিতে দেখা যাচ্ছে একটি ঘরে সোফার ওপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বসে রয়েছেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। পাশেই একটি সোফায় বসেছেন দিব্যেন্দুও।
ছবিটি ভালভাবে লক্ষ্য করলে দেখা যাচ্ছে তাতে অভিজিৎ ও শিশিরের মাঝে একটি মদের দেখতে পাওয়া যাবে। পাশেই রয়েছে আরও কয়েকটি পানীয়ের বোতল। ছবিটি শেয়ার করে লেখা হয়েছে “চুপ! চুপ! উন্নয়ন নিয়ে কথা চলছে।” এই একই ছবি গতকাল ফেসবুকে পোস্ট করে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ লেখেন, ‘কি যুগ এলো একসাথে ভগবান খান, শিশির খান এবং শিশির বিন্দুও খান।’
তবে বাংলা হান্ট ফ্যাক্ট চেক করে দেখেছে ওই ছবি এডিট করা। আসল ছবিকে বিকৃত করে ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ওই দিন অভিজিৎ, শিশির বৈঠকের আসল ছবি সামনে আসতেই সবটা পরিষ্কার হয়ে যায়। ১২ মার্চ বিভিন্ন প্রতিবেদনে সেই দিনের এই সাক্ষাতের ছবি প্রকাশ করা হয় আগেই। আসল ছবিতে কোথাও মদের বোতল বা পানীয় ভরা গ্লাস ছিল না।
আরও পড়ুন: চার’খানা সেলাই, প্রচুর রক্তক্ষরণ! ‘দুর্ঘটনা’র দুদিন পর এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী?
তবে তৃণমূল তরফে ভাইরাল হওয়া ছবিতে বোতল ও গ্লাসগুলি এডিট করে বসানো। প্রসঙ্গত, বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি ঠিকই তবে কানাঘুষো শোনা যাচ্ছে, বিজেপি নেতা তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে আসন্ন লোকসভা ভোটে দাঁড় করাচ্ছে পদ্ম শিবির। আর এই সময়েই এরম বিকৃত করে ছবি শেয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শুধুমাত্র কালিমালিপ্ত করারই চেষ্টা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।