বাংলা হান্ট নিউজ ডেস্ক: শেষ হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া নাগপুর টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা এবং এই দ্বিতীয় দিনের খেলার শেষে ১৪৪ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। ভারতের জন্য সবচেয়ে খুশির খবর যেটা হল যে এখনো ক্রিজে অপরাজিত অবস্থায় রয়েছেন দুই অর্ধশতরানকারী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। রোহিত শর্মা ১২০ রান করে আউট হলেও তারপর টড মার্ফিদের সামলে ভারতের স্কোরকে ৩২১ অবধি নিয়ে এসেছে অক্ষররা।
কিন্তু আজ আরও একবার বিরাট কোহলি ব্যাট হাতে হতাশ করেছেন। তিনি ১২ রান করে লাঞ্চের সময় অপরাজিত ছিলেন। কিন্তু লাঞ্চ বিরতি শেষে খেলা শুরু হওয়ার প্রথম বলেই টড মার্ফির শিকার হয়ে বিরাট ফিরেছেন। স্পিনারদের বিরুদ্ধে তার দুর্বলতা ক্রমশই প্রকট হয়ে উঠছে।
আজকের আগে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তিনি নিজের উইকেট হারিয়েছিলেন স্পিনারদের বিরুদ্ধে। আজ অবশ্য তিনি আউট হওয়ার পর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে অবাক নেটিজেনরা। ভিডিওটিতে দেখা গিয়েছে লাঞ্চের পরে মাঠে নামার আগে বিরাট কোহলির কাছ থেকে তার ব্যাট চেয়ে নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সেটি নিয়ে কিছু করছেন। তারপরে মাঠে নামার পরেই প্রথম বলে বিরাট আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন। অনেকে দাবি করেছেন যে সেই সময় এমন কিছু কথা বলেছিলেন অজিরা যার জন্য বিরাট মানসিকভাবে চাপে পড়ে যান।
— Lokesh pandat (@LokeshS30714400) February 10, 2023
এরপর অবশ্য রোহিত শর্মা নিজের কেরিয়ারের নবম শতরান করেন। তারপর জাদেজা নিজের টেস্ট কেরিয়ারের ১৮ তম এবং অক্ষর প্যাটেল নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান করে ভারতের লিডকে অস্ট্রেলিয়ার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছেন। গতকাল তাদের লক্ষ্য হবে অন্তত আরও ৬০-৭০ রান যোগ করা নিজেদের বর্তমান ১৪৪ রানের লিডের সাথে।
অস্ট্রেলিয়ার টড মার্ফি অত্যন্ত ভালো বোলিং করে নিজের কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচেই ৫ উইকেট তুলে নিয়েছেন। কিন্তু অভিজ্ঞ লিয়নকে এই টেস্টে বেশ ফিকে দেখিয়েছে। পূজারা, সূর্যকুমাররা ব্যাট হাতে ব্যর্থ না হলে আজকেই ম্যাচ অস্ট্রেলিয়ার নাগাল থেকে পুরোপুরি বেরিয়ে যেত।