বাংলাহান্ট ডেস্ক : আল-কায়দা (Al Qaeda) জঙ্গিগোষ্ঠীর শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরিকে (Ayman al-Zawahiri) ড্রোন স্ট্রাইকে হত্যা করল আমেরিকা। সোমবার নিজেই এই খবর ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। বাইডেনের দাবি, ২০১১ সালে আল-কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের (Osama bin Laden) মৃত্যুর এক দশক পর এটাই সবথেকে বড় ধাক্কা। আদতে মিশরের চিকিৎসক জাওয়াহিরির মাথার দাম ছিল ২.৫ কোটি মার্কিন ডলার। জাওয়াহিরি ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিলো। সেই হামলায় অন্তত ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
গত সোমবার আমেরিকার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জাওয়াহিরির মৃত্যুর খবর নিশ্চিত করেন জো বাইডেন। তিনি বলেন, ‘জাওয়াহিরি মার্কিন নাগরিকদের ওপর হত্যাকাণ্ড ও সহিংসতা চালিয়েছিল। এই সন্ত্রাসী নেতার মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।’
যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা জানান, হামলার সময় আল কায়েদার এই নেতা কাবুলে একটি বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল। এ সময় ড্রোন থেকে তাকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এর আঘাতেই মৃত্যু হয় জাওয়াহিরির। ওই বাড়িতে তার পরিবারের অন্য সদস্যরাও ছিলেন। তবে হামলায় তাদের কোনো রকম ক্ষতি হয়নি।
২০১১ সালে পাকিস্তানে মার্কিন অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হয়। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর ২০১১ সালের ১৬ জুন আয়মান আল-জাওয়াহিরিকেই আল-কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়।ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিল এই জাওয়াহিরি। লাদেন বেঁচে থাকা অবস্থায় জাওয়াহিরিকেই আল-কায়েদার দ্বিতীয় প্রধান মনে করা হতো।