বাংলা হান্ট ডেস্কঃ বাবরি মসজিদ বিধ্বস্ত মামলায় আদালতের রায় চলে এসেছে। ৬ ডিসেম্বর ১৯৯২ অযোধ্যায় যা হয়েছিল, সেটা নিয়ে সিবিআই এর বিশেষ আদালত নিজেদের রায় ঘোষণা করেছে। আদালত সমস্ত অভিযুক্তকে মুক্ত করেছে। বিশেষ আদালত সিদ্ধান্ত শোনানর সময় প্রাক্তন উপ প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি, বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুরলি মনোহর জোশি, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং, এমপির প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতি, বিজেপির বরিষ্ঠ নেতা বিনয় কাটিয়ার সমেত মোট ৩২ জন অভিযুক্তকে মুক্ত করা হয়েছে এই মামলা থেকে।
All accused in Babri Masjid demolition case, except Lal Krishna Advani, Murli Manohar Joshi, Kalyan Singh, Uma Bharti, Satish Pradhan and Mahant Nritya Gopal Das, have arrived at Special CBI Court in Lucknow. https://t.co/qnQpEogX2I
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 30, 2020