অযোধ্যা মামলা! রায় ঘোষণার আগেই রাম জন্মভূমিতে 10 লাখ ভক্তের সমাগম

বাংলা হান্ট ডেস্ক :ইতিমধ্যেই অযোধ্যা মামলায় সমস্ত শুনানি শেষ হয়ে গেছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈও এর নির্দেশে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে সমস্ত শুনানি শেষ করা হয়েছে, অপেক্ষা শুধুমাত্র রায় ঘোষণার৷ যদিও নভেম্বরের 17 তারিখের আগে অযোধ্যা মামলার রায়দান ঘোষণা হবে এমনটাই জানা গিয়েছে তাই তার আগে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা অযোধ্যায় নিরাপত্তা জারি করা হয়েছে একই সঙ্গে 144 ধারাও জারি রয়েছে৷kjfhd 5d6792076d571

কোনও অবস্থাতেই যাতে বিশৃঙ্খলা না ঘটে তাঁর সুনিশ্চিত করতে জেলা প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে আর অযোধ্যা মামলার রায়দানের আগেই দশ লক্ষ কর সেবক আছে৷ যেহেতু মঙ্গলবার অর্থাত্ 12 নভেম্বর তারিখে অযোধ্যায় হিন্দু ধর্মীয় কার্তিক পূর্ণিমায় ইতিমধ্যেই ভক্তের ঢল নামবে তাই তাঁর আগে থেকেই নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে, কারণ তার মাত্র কয়েকদিনের মধ্যেই  বিতর্কিত রামজন্মভূমি ও বাবরি মসজিদ মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট তাই ভক্তদের সমাগম কে মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে৷

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট এবং সাম্প্রদায়িক বিদ্বেষ যাতে না ছড়ানো হয় তার জন্য আগে থেকেই জেলা প্রশাসনের তরফ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে৷ একই সঙ্গে হিন্দু ও ইসলামের শীর্ষ স্থানীয় ধর্মগুরুরা শান্ত থাকার বার্তা দিয়েছেন৷ উল্লেখ্য দীর্ঘ কয়েক দশক ধরে চলা রাম জন্মভূমির মামলার কিছুতেই সুরাহা হয়নি৷ তাই হিন্দু এবং মুসলিম উভয় বোর্ডকেই সমঝোতায় আসতে নিজেদের মধ্যে আলোচনার নির্দেশ ছিল সুপ্রিম কোর্ট কিন্তু তা শেষ অবধি না হওয়ায় মামলা নিষ্পত্তি করতে রাশ হাতে তুলে নেয় সুপ্রিম কোর্ট৷

পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের তরফে পক্ষে বিপক্ষে মামলার তাই সোনা হয়ে গিয়েছে, যদিও প্রথমে সমঝোতায় আসতে চেয়েছিল একটি মুসলিম সংগঠন, তাই তাঁদের পক্ষে হলেও জমি হিন্দু ভাইদের ফেরত দেওয়া হবে এমনটাই বলা হয়েছিল কিন্তু শরিয়তে মুসলিমদের জমি হিন্দুদের ফেরত দেওয়া যাবে না এমনটাই নিয়ম রয়েছে তাই আদালতের রায় যার দিকে যাবে জমি হবে তাঁর৷

 

সম্পর্কিত খবর