বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকার (Central Government) ৭০ বছর ও তার ঊর্ধ্বের বয়স্ক নাগরিকদের (Senior Citizen) জন্য নিয়ে এসেছে ‘আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড’ (Ayushman Vaya Vandana Card)। এই কার্ডের মাধ্যমে প্রবীণ নাগরিকরা পাবেন বিনামূল্যে বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা।
প্রধানমন্ত্রী মঙ্গলবার ধন্বন্তরী জয়ন্তী এবং নবম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে চালু করেছেন ‘আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড’। প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার অধীনে প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পেয়ে থাকে। যারা অন্যান্য সরকারি স্বাস্থ্য বিমার (CGHS/SGHS, ECHS, ESCI ইত্যাদি) সুবিধা পেয়ে থাকেন, তারাও আবেদন জানাতে পারবেন ‘আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড’ এর জন্য।
আরোও পড়ুন : ওজন বেড়ে চেনাই দায়, এ কোন ইন্দ্রাণী! কীভাবে এমন হাল হল ‘শ্রীময়ী’র?
তবে পরিবারে যদি ৭০ বছর বা তার ঊর্ধ্বের কোনো প্রবীণ নাগরিক থেকে থাকেন, তাহলে আলাদাভাবে ‘আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড’ এর (Ayushman Vayankar Vandana Card) মাধ্যমে পেয়ে যাবেন ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা। পরিবারে যদি একাধিক ৭০ বছর বা তার ঊর্ধ্বের কোনো সদস্য থেকে থাকেন তাহলে এই বিমার টাকা শেয়ারেবল হিসাবে ভাগ হয়ে যাবে।
Ayushman Vaya Vandana Card’র জন্য কীভাবে করবেন আবেদন :
এই কার্ডের জন্য আবেদন জানাতে হবে https://nha.gov.in/PM-JAY- পোর্টালে। এই পোর্টালে ৭০+ ব্যক্তিদের জন্য আবেদনের বিকল্প পাবেন। সেই অপশন বেছে নিয়ে মোবাইল নম্বর ইনপুট করে লগইন করতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্য ইনপুট করে সেরে ফেলতে হবে E-KYC প্রক্রিয়া। সফলভাবে আবেদন প্রক্রিয়া শেষ করার পর ডাউনলোড করতে পারবেন ‘আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড’। এছাড়াও Ayushman App ইনস্টল করে ফ্যামিলি আইডি, আধার কার্ডের তথ্য এবং ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করে আবেদন করা যাবে ‘আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড’ এর জন্য।