বিশ্ব সঙ্গীত দিবসে ভক্তদের অভিনব উপহার আয়ুষ্মান খুরানার

 

বাংলা হান্ট ডেস্ক:গতকাল বিশ্ব সঙ্গীত দিবসে সব তারকারাই প্রায় নিজের ভক্তদের উইশ করে।কিন্তু আয়ুষ্মান খুরানা এই দিনটির উপলক্ষ্যে ভক্তদের একটা উপহার দিলেন।

 

তিনি শুধুমাত্র একজন অসামান্য অভিনেতাই নন একজন দক্ষ সঙ্গীত শিল্পীও বটে। এই দিনে তিনি তার বিখ্যাত গান গুলির মেডলি বানিয়ে গেয়ে সেই ভিডিও ভক্তদের উপহার দেন। ভিডিওটির প্রথমেই একটা লেখা দেখা যায় -“Imagine how boring life would be without music” তারপর ই একটা গানের সিরিজের মাধ্যমে তার বিখ্যাত গানগুলি পরিবেশন করেন আয়ুষ্মান।

2d282 img 20190622 wa0003

এই সিরিজে ছিলো ভিকি ডোনার ছবির পানি দা রং, বারেলী কী বরফি ছবির নজম নজম এবং আন্ধা ধুন ছবির আখা দা কেয়া কাসুর গানটি। এই ভিডিওর শেষে দেখা যায় “everything would be soboring without music”
কথাটা ভীষণভাবে সত্যি।

সম্পর্কিত খবর