২৫ বার প্রেমপ্রস্তাব দিয়েছিলেন আয়ুষ্মান! পাত্তা দেননি রিয়া চক্রবর্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত এক বছর দুঃসময়ের মধ‍্যে দিয়ে কাটানোর পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। গত বছরে প্রথমে সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু ও তারপর মাদক যোগে প্রায় এক মাসের পর জেলে বন্দীদশায় থেকে বলিউডি কেরিয়ার থেকে এক রকম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তিনি। আপাতত খারাপ সময় ভুলে জীবনটা নতুন করে শুরু করতে চলেছেন রিয়া।

অতি সম্প্রতি ১লা জুলাই ২৯ এ পা দিয়েছেন অভিনেত্রী। তবে সোশ‍্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের কোনো ঝলক তিনি শেয়ার না করলেও একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আয়ুষ্মান খুরানাকে (ayushmann khurrana) ২৫ বার রিয়াকে ‘আই লভ ইউ’ বলতে দেখা গিয়েছে। তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি।


ভিডিওটি ১১ বছর আগেকার। তখনো বলিউডে পা রাখেননি রিয়া বা আয়ুষ্মান কেউই। এমটিভিতে ভিডিও জকি হিসেবে কাজ করতেন তাঁরা দুজনেই। একটি ভিডিওতে আয়ুষ্মান ও কমেডিয়ান জোস কোভ‍্যাকোর সঙ্গে দেখা গিয়েছিল রিয়াকে। সেখানে বলিউডের বেশ কয়েকজনের অভিনেতার সিগনেচার ঢংয়ে ‘আই লভ ইউ রিয়া’ বলে শোনাতে হয়েছিল আয়ুষ্মান ও জোসকে।

এরপর পরই ‘ভিকি ডোনর’ ছবির মাধ‍্যমে বলিউডে পা রাখেন আয়ুষ্মান। অপরদিকে তেলুগু ছবি তুনেগা তুনেগার হাত ধরে অভিনয়ের কেরিয়ার শুরু করেন রিয়া। বলিউডে তাঁর প্রথম ছবি মেরে ড‍্যাড কি মারুতি। শেষবার রুমি জাফরির ‘চেহরে’ ছবিতে অভিনয় করেছেন রিয়া। তবে এখনো মুক্তি পায়নি সেই ছবি।


সম্প্রতি শোনা যাচ্ছে বিগ বসের আগামী সিজনে অংগ্রহণ করতে চলেছেন রিয়া চক্রবর্তী। গত বছর গুগল সার্চে ‘মোস্ট সার্চড’ তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিয়া চক্রবর্তীর নাম। কাজেই তাঁর বিগ বসে উপস্থিতি যে শোয়ের টিআরপির পক্ষে বড় ভূমিকা পালন করবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। রিয়া প্রতিযোগী হলে টিআরপি যেমন বাড়তে পারে তেমনি তাঁর কারণেই কমতেও পারে টিআরপি।

তাই সবদিক মাথায় রেখেই নির্মাতাদের সিদ্ধান্ত নিতে হচ্ছে। রিয়ার পাশাপাশি বিগ বসে প্রতিযোগিতা করতে পারেন অনুষা দান্ডেকরও, যিনি কিনা রিয়ার ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি সম্পর্কে বিচ্ছেদও হয়েছে অনুষার। তা নিয়েও নেটমাধ‍্যমে জলঘোলা কম হয়নি। কাজেই বোঝাই যাচ্ছে এই দুই তারকা যদি প্রতিযোগী হয়ে আসেন তবে আগামী সিজনটা একেবারেই জমে যাবে। তবে এই বিষয়ে এখনো মুখ খোলেননি রিয়া।

সম্পর্কিত খবর

X