সামনে এল পৃথিবীতে এলিয়েনদের আগমনের তারিখ! ভবিষ্যদ্বাণী সত্য হওয়ার ৮০% সম্ভাবনা

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চলতি বছর অর্থাৎ ২০২২-এর অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। আর মাত্র কিছুদিন পরেই নতুন বছরে পদার্পণ করবে সবাই। এমতাবস্থায়, আগামী বছরটি কেমন কাটবে এই প্রসঙ্গে ইতিমধ্যেই কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলগেরিয়ায় জন্মগ্রহণকারী মহান ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা (Baba Vanga)। এদিকে, তাঁর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী বছরই বিশ্বে আছড়ে পড়তে চলেছে একের পর এক বিপর্যয়। যেগুলির মধ্যে রয়েছে ভয়ঙ্কর সৌরঝড়ের পাশাপাশি এলিয়েন তথা ভিনগ্রহীদের আগমনের মত ঘটনাo। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক বাবা ভাঙ্গা ২০২৩-এর জন্য ঠিক কি কি ভবিষ্যদ্বাণী করেছেন।

২০২৩ সালের জন্য ভবিষ্যদ্বাণী:
১. বাবা ভাঙ্গার মতে, ২০২৩ সালে পৃথিবীতে একটি বিপজ্জনক সৌর ঝড় আসতে পারে। শুধু তাই নয়, এই ঝড় এতটাই ভয়াবহ হবে যে পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে তা। সর্বোপরি, এমন ঝড় এর আগে কখনও দেখা যায়নি বলেও জানিয়েছিলেন তিনি।

২. বাবা ভাঙ্গা ২০২৩ সালে ফের পারমাণবিক বিস্ফোরণের মত ভয়াবহ ঘটনারও ভবিষ্যদ্বাণী করেছেন। এমনিতেই বর্তমান সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বারংবার পারমাণবিক হামলার হুমকির কারণে পারমাণবিক বোমা ব্যবহারের আশঙ্কাও বেড়েছে। স্পষ্টতই এই জৈবিক অস্ত্রের ব্যবহার মানবজাতির জন্য অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হবে।

৩. বাবা ভাঙ্গার মতে, ২০২৩ সালে পৃথিবীতে এলিয়েন তথা ভিনগ্রহীদের আগমন ঘটতে পারে। আর এমন ঘটনা সত্যিই ঘটলে তা সকলের কাছেই এক বিরাট চাঞ্চল্যের সৃষ্টি করবে। এছাড়াও, বাবা ভাঙ্গা আরও জানান যে, ২০২৩ সালে ল্যাবরেটরিতে সন্তানদের বিকাশ করা যাবে। এমতাবস্থায় ওই শিশুরা এমন হবে যেখানে তাদের বাবা-মা নিজেদের মত করে তাদের বৃদ্ধি ঘটাতে পারবেন।

baba vanga 1

ভবিষ্যদ্বাণীর ৮০ শতাংশ সত্য হয়েছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বিশ্ববিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা ১৯১১ সালে বুলগেরিয়াতে জন্মগ্রহণ করেন। পাশাপাশি, তিনি ১৯৯৬ সালে মারা যান। অল্প বয়সেই ঝড়ের কবলে পড়ে দৃষ্টিশক্তি হারান তিনি। এদিকে, বাবা ভাঙ্গা বহু শতাব্দী সম্পর্কে তাঁর ভবিষ্যদ্বাণী করেছিলেন। এমতাবস্থায় জেনে অবাক হবেন যে মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চলতি বছরেই অর্থাৎ ২০২২ সালে তাঁর ভবিষ্যদ্বাণীর ৮০ শতাংশই সত্য হিসেবে প্রমাণিত হয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলা হান্ট এটি নিশ্চিত করে না।)

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর