Ekchokho.com 🇮🇳

ইতিহাসের পুনরাবৃত্তি, ফের তছনছ করবে সুনামি? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ঘিরে আতঙ্ক!

Published on:

Published on:

Baba Vanga terrifying prediction, Is Japan really facing a tsunami

বাংলা হান্ট ডেস্ক: আজ (শনিবার) সেই ৫ জুলাই। এই দিনটি নিয়ে এতদিন ধরে নানা ভবিষ্যদ্বাণী। জাপানি বাবা ভাঙ্গা (Baba Vanga) নামে পরিচিত এই ব্যক্তি বহুদিন ধরে চর্চায় রয়েছে।এই জাপানি বাবা ভাঙ্গা পরিচিত ব্যক্তি জানিয়েছিলেন যে, জুলাই এর শুরুতেই ভয়াবহ সুনামি (earthquake) ও ভূমিকম্পের কবলে পড়তে চলেছে জাপান। তিনি আরো জানিয়েছেন, জাপান এই ভূমিকম্প ও সুনামির কারণে প্রচুর ক্ষয়ক্ষতির কবলে পড়বে । এছাড়াও প্রাণহানির আশঙ্কাও করেছিলেন তিনি।

কী বলছে জাপানের বাবা ভাঙ্গা’র (Baba Vanga) গণনা?

সূত্রের খবর, ১৯৯৯ সালে তাঁর বই “The Future I Saw”-তে তিনি আজকের দিনটি সম্পর্কে মারাত্মক ভবিষ্যদ্বাণী করেছিলেন বলে দাবি অনেকের। এই বইটিতে তিনি দাবি করেছিলেন এই বছপ ৫ই জুলাই জাপানে এমন একটি বিধ্বংসী সুনামি আসবে, যা ২০১১ সালের ভয়াবহ তোহোকু বিপর্যয়ের থেকেও বড় হতে পারে।রিও তাতসুকিকে প্রায়শই জাপানি বাবা ভাঙ্গা বলা হয়। তাঁর ভবিষ্যদ্বাণীগুলি বেশির ভাগই সত্যি হয়েছে বলে দাবি একদলের। তাতসুকির পূর্বাভাস, এই বছর জাপানে তীব্র সুনামি দেখা যাবে।

জাপানি বাবা ভাঙ্গা আরও জানিয়েছেন, ২০২৫ সালের জুলাইয়ে মেগা-সুনামিতে তছনছ হয়ে যাবে জাপান। এহেন ভয়ংকর দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। অতীতে নাকি তাতসুকির বলা অনেক কথাই ফলে গিয়েছে। ফলে এবারও সবাই আতঙ্কিত। ইতিমধ্যেই জাপানে সফরকারী বহু পর্যটক তাঁদের সফর বাতিল করেও দিয়েছেন।

Baba Vanga terrifying prediction, Is Japan really facing a tsunami

আরও পড়ুন: বিস্ফোরণের তাণ্ডবে কেঁপে উঠল রাজোয়া! ছিন্নভিন্ন দেহ, তীব্র চাঞ্চল্য কাটোয়ায়

পাশাপাশি,এই জাপানি বাবা ভাঙ্গার কথা লোকজন এতটাই মানে যে, এই অঞ্চলের জন্য এই সময় ফ্লাইটের বুকিং পরপর বাতিল হয়েছে। মানুষ উপকূলীয় অঞ্চলগুলি এড়িয়ে চলছে। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে। আকুসেকিজিমা গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছে যে, কেউ কেউ মনে করছেন, ‘মনে হচ্ছে যেন মাটি সবসময় কাঁপছে।’