বিশাল দুর্ভিক্ষের কবলে পড়বে ভারত, ২০২২-র জন্য করা হয়েছিল বড় ভবিষ্যদ্বাণী! মিলে গেলেই বিপদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাবা ভাঙ্গা পৃথিবীর এক অন্যতম পরিচিত ভবিষ্যৎ বক্তা। বুলগেরিয়ার দৃষ্টিহীন এই ভবিষ্যৎ বক্তা এর আগে মিলিয়ে দিয়েছেন ৯/১১,ব্রেক্সিট, ভাইরাস আক্রমণের মতো ঘটনা গুলি। এছাড়াও বিভিন্ন সময়ে তার করে যাওয়া ভবিষ্যৎ বাণী গুলি মিলতে দেখেছে বিশ্ববাসী। এর ফলে বহু মানুষ আছেন যারা বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীকে রীতিমতো গুরুত্ত দিয়ে থাকেন।

বাবা ভাঙ্গার ২০২২ সালের জন্য করা দুটি ভবিষ্যৎ বাণী ইতিমধ্যেই মিলে গেছে। তাই অনেকেই দুশ্চিন্তায় আছেন তার ভারতবর্ষকে নিয়ে করা অন্য একটি ভবিষ্যৎ বাণী নিয়ে। তিনি বলে গিয়েছিলেন এই বছর সারা ভারতের ক্ষেত গুলিতে হানা দেবে পঙ্গপাল। এর ফলে দেশজুড়ে সৃষ্টি হবে দুর্ভিক্ষের।

বাবা ভাঙ্গা জানান, বিশাল পঙ্গপালের দল ২০২২ সালে ভারতের ক্ষেতগুলিতে আক্রমণ করবে। অধিকাংশ ফসল তারা খেয়ে নষ্ট করে দেবে। এর ফলে সারা দেশ জুড়ে তৈরি হবে চরম খাদ্য সংকট। ভারতবর্ষের মুখোমুখি হবে ভয়ংকর দুর্ভিক্ষের। তিনি বলেছিলেন যে এই সময়টাতে সারা বিশ্বের তাপমাত্রা কমতে শুরু করবে। তাই সারা বিশ্ব থেকে পঙ্গপাল ছুটে যাবে ভারতবর্ষে।

উল্লেখ্য, ২০২২ সালকে নিয়ে করা বাবা ভাঙ্গার দুটি ভবিষ্যৎবাণী কিন্তু ইতিমধ্যেই মিলে গিয়েছে। প্রথমটি তিনি বলেছিলেন এ বছর এশিয়ার বিভিন্ন দেশ ও অস্ট্রেলিয়ায় প্রবল বন্যা হবে। এই বছর বাস্তবেই অস্ট্রেলিয়া ,পাকিস্তান,বাংলাদেশ সহ বিভিন্ন দেশ মুখোমুখি হয়েছে ভয়ঙ্কর বন্যার।

এছাড়াও বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন যে ২০২২ সালে বিশ্বের অনেক বড় শহর মুখোমুখি হবে জল কষ্টের। ইউরোপের পর্তুগাল,ইতালির মতো দেশগুলি এবছর সত্যিই মুখোমুখি হয়েছে জল কষ্টের। নেট দুনিয়ায় অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে বাবা ভাঙ্গার অতীতের ভবিষ্যৎ বাণী গুলি মিলে যাওয়ার জন্য হয়তো ভারতের জন্য বলা ভবিষ্যৎ বাণী গুলোও মিলতে পারে। এখন সময় বলবে যে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীগুলি কতটা নির্ভুল ছিল।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X