ভাগ্যের সাহায্যে ঘোচাচ্ছিলেন জিম্বাবাবর অপবাদ! সিরাজ আক্রমণে আসতেই ৫০-এ ফিরলেন পাক অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) বিরুদ্ধে গতবছর টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চলতি বছরে ওডিআই ফরম্যাটে আয়োজিত এশিয়া কাপে কোনও মনে রাখার মতো পারফরম্যান্স করতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম (Babar Azam)। আহমেদাবাদে ওডিআই বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচে মরিয়া হয়ে সিরাজদের (Md Siraj) বিরুদ্ধে সেই ধারার পরিবর্তন করার চেষ্টা করছিলেন বাবর আজম (Babar Azam) এবং কিছুটা তিনি সফলও হয়েছেন বলা যায়।

আজ পাকিস্তান প্রথম উইকেট হারানোর পর পাক অধিনায়ক যখন ব্যাটিং করতে আসেন তখন একটি অন্যরকম অবতার দেখা যায় তার। সাধারণত তিনি অনেকটা সময় নিয়ে রান তোলার ব্যাপারে মনোযোগী হন। কিন্তু এদিন শুরু থেকে আক্রমণ করছিলেন তিনি এবং একটা নির্দিষ্ট সময় অবধি তার স্ট্রাইক রেট ১০০-র উপরে ছিল।

৭৩ রানে দুই উইকেট হারিয়ে পাকিস্তান কিছুটা চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে মহম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে বাবর আজম ৮২ রানের একটি পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। ৫৬ বলে ৪৬ রানে থাকা অবস্থায় চার মেরে নিজের এই বিশ্বকাপের প্রথম অর্ধশতরানটি পূর্ণ করেন পাক অধিনায়ক।

কিন্তু এরপর আক্রমণে ফেরেন সিরাজ। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে জঘন্য বোলিং করার পর তিনি বড্ড চাপে ছিলেন। জঘন্য হয়েছিল কারণ ২ পাক ওপেনার তার ডেলিভারিগুলিকে নিয়মিতভাবে বাউন্ডারির রাস্তা দেখিয়ে যাচ্ছিলেন তার প্রথম স্পেলে। যদিও বিরাট কোহলির পরিকল্পনা কাজে লাগিয়ে গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করা পাক ওপেনার আবদুল্লা শফিককে ড্রেসিংরুমে ফেরত পাঠাতে সক্ষম হন তিনি।

এরপর নিজের দ্বিতীয় স্পেলে আক্রমণে ফিরতেই রিজওয়ান তাকে বাউন্ডারির রাস্তা দেখিয়েছিল প্রথম বলে। এরপর বাবর সামনে আসতেই সেই চিত্রটা বদলে যায়। ওই ওভারেই বাবর তার প্রথম বলটি খেলেন এবং সেই বলটি কিছুটা সামনের দিকে রাখায় লেংথ বিচারে ভুল করে ফেলেন পাক অধিনায়ক। একেবারে সেট থাকা অবস্থায় আশ্চর্যজনকভাবে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। সিরাজ বুঝিয়ে দেন যে তাকে সহজ দল থেকে ছেঁটে ফেলা যাবে না। ভারতের জন্য খুশির ব্যাপার হলো যে বিপজ্জনক সাউদ সাকিল ও ইফতিকার আহমেদ-কেও, কুলদীপ যাদব সেট হওয়ার আগেই ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দিয়েছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর