জন্মের সময় ৩০০ টি হাড় থাকলেও বড় হলে থাকে মাত্র ২০৬ টি, কোথায় গায়েব হয় যায় বাকি হাড়গুলি

বাংলাহান্ট ডেস্ক: আপনাকে যদি জিজ্ঞেস করা হয় শরীরে ক’টা হাড় (Bones) থাকে তাহলে আপনি কি বলবেন? উত্তরটা খুবই সহজ – ২০৬টি। কিন্তু আপনাকে যদি বলা হয়, শিশুদের ক্ষেত্রে এই উত্তরটা খাটে না, তবে? আজ্ঞে হ্যাঁ, একটি নবজাতকের শরীরে ২০৬টি নয় বরং আরও বেশি হাড় থাকে। মোট ৩০০টি হাড় থাকে একটি সদ্যোজাতের দেহে। তার মানে আমার আপনার সকলের দেহেই এক সময় ৩০০টি হাড় ছিল! তাহলে বড় হয়ে সেগুলি গেল কোথায়? একটি নবজাতক বড় হলে বাকি ৯৪টি হাড় কোথায় উধাও হয়ে যায়? এ বিষয়ে কী বলছেন বিজ্ঞানীরা? এই তথ্য আজ আপনাকে দেব আমরা।

এই প্রশ্নের উত্তর পেতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়। এক্ষেত্রে জানিয়ে রাখি, যে প্রাণীদের শরীরে হাড় পাওয়া যায়, তাদের বলা হয় মেরুদণ্ডী প্রাণী। এর মধ্যে রয়েছে মাছ, পাখি, বাঘ, সিংহ, হাতি, গণ্ডারের মতো বিভিন্ন পশু, মানুষ ইত্যাদি। এই প্রাণীগুলি সব ক’টিই মেরুদণ্ডী প্রাণী।

baby

 তার কারণ এদের দেহের মধ্যে হাড় পাওয়া যায়। কিন্তু এমনও অনেক প্রাণী রয়েছে যাদের শরীরে কোনও হাড় থাকে না। যেমন সাপ, বিভিন্ন সামুদ্রিক প্রাণী, মাকড়সা, পোকামাকড়, কেঁচো ইত্যাদি। এদের শরীরে কোনও হাড় থাকে না। আপনি নিশ্চই বুঝতে পারছেন যে হাড়ের জন্যই আমাদের শরীরের একটি  নির্দিষ্ট আকার রয়েছে। হাড় আমাদের শরীরের একটি কঙ্কাল তৈরি করেছে, যা আমাদের একটি নির্দিষ্ট আকার দিয়েছে। 

মেরুদণ্ডী প্রাণীদের শরীরের কঙ্কাল তৈরি হয়েছে হাড় দিয়ে। তার মধ্যে মাংসপেশী এবং আরও অন্যান্য জিনিস রয়েছে। তবে শরীরের আকারের মূলে রয়েছে হাড়। মানুষের শরীরে ২০৬টি হাড় রয়েছে। কিন্তু একটি শিশুর শরীরে থাকে ৩০০টি হাড়। অর্থাৎ মানুষের জন্ম থেকেইন ২০৬টি হাড় থাকে না। বরং তখন তার শরীরে আরও বেশি হাড় থাকে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায় ৯৪টি হাড়। শরীরে হাড়ের সংখ্যা কমে যায়।

এর কারণ হিসেবে বিজ্ঞানীরা জানিয়েছেন, আমাদের কঙ্কালে তরুণাস্থি রয়েছে। এর কারণে শিশুদের শরীরে বেশি হাড় থাকে। একইসঙ্গে প্রাপ্তবয়স্কদের তুলনায় তাদের মাথার খুলির হাড়ও বেশি হয়। শিশুর মাথার খুলি কপাল এবং মুখের কঙ্কাল নিয়ে গঠিত। পরে এটি ২২টি হাড়ে মিশে যায়। শুধু তাই নয়, একটি নবজাতকের জন্মের সময় হাত ও পায়ের হাড় মিশ্রিত হয় না। সহজ ভাষায় বললে, শিশুর হাড় ছোট ও দুর্বল, যেগুলো বড় হওয়ার সাথে সাথে একে অপরের সাথে যুক্ত হয়ে শক্ত হয়ে যায়। এই কারণেই শরীরে প্রথমে ৩০০টি হাড় থাকলেও পরে তা কমে গিয়ে হয় ২০৬টি।


Subhraroop

সম্পর্কিত খবর