বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় হুমকির শিকার হওয়া ববিতা ফোগাট (Babita Phogat) বলেন, আমি ভয় পাওয়ার পাত্রি নই, আমি সবসময় সত্যের পথে চলি। উল্লেখ্য, ববিতা ফোগাট কিছুদিন আগে একটি ট্যুইট করেছিলেন, যেটার পর ওনাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়। ববিতা ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করে লেখেন, আমি বিগত কয়েকদিন ধরে যেই ট্যুইট, ফেসবুক পোস্ট আর ইনস্টাগ্রামে পোস্ট করছি, সেটা নিয়ে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। অনেকে আমাকে গালিগালাজ করছে, ফোন করে হুমকি দিচ্ছে। ২০১৪ সালে কমনওয়েলথ গেমসের গোল্ড মেডালিস্ট ববিতা ফোগাট ওনাকে হুমকি দেওয়া মানুষদের হুঁশিয়ারি দিয়ে বলেন, কান খুলে শুনে নাও আর নিজের মাথায় ঢুকিয়ে নাও, আমি কোন জায়রা ওয়াসিম (Zaira Wasim) না যে, এরকম হুমকিতে ভয় পাব।
উনি বলেন, আমি আসল ববিতা ফোগাট। আমি আমার দেশে জন্য হামেশাই লড়েছি, আর লড়তেও থাকব। ববিতা বলেন, আমি যা ট্যুইট করেছিলাম, সেটা নিয়ে আমার কোন আক্ষেপ নেই আর না ভবিষ্যতে থাকবে, কারণ আমি শুধু তাদের বিরুদ্ধেই লিখেছিলাম, যারা দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে। ববিতা ট্যুইটে প্রশ্ন করেন, তাবলীগ জামাতিরা কি এখনো দেশে সংক্রমণের দিক থেকে এক নম্বরে নেই? যদি তাঁরা এমন ভাবে সংক্রমণ না ছড়াত, তাহলে এতদিনে দেশে লকডাউন খুলে যেত, আর ভারত করোনাকে হারিয়েও দিত।
ববিতা বলেন, যাঁদের সত্যি শুনতে সমস্যা হচ্ছে, তাঁরা একটি কথা কান খুলে শুনে নাও। আমি আগাগোড়াই সত্যি বলেছি, আর সত্যিই বলব। যদি সত্যি শোনা পছন্দ না হয়, তাহলে নিজের স্বভাব পাল্টে নাও। উল্লেখ্য, ববিতা ফোগাট ট্যুইট করে লিখেছিলেন যে, করোনা ভাইরাস ভারতের দ্বিতীয় বড় সমস্য। জামাতিরা এখনো প্রথম স্থানে আছে। ওনার এই ট্যুইটের পর বিতর্ক সৃষ্টি হয়। এরপর ট্যুইটার কর্তৃপক্ষ ওনার ওই ট্যুইট ডিলিট করে দেয়।
यदि आप बबीता फोगाट को सपोर्ट करते हैं तो उन तक यह बात जरूर पहुंचा दीजिए और उनको बोलिए ध्यान से कान खोल कर सुन लें। pic.twitter.com/gqec3lQwPE
— Babita Phogat (@BabitaPhogat) April 17, 2020
উনি জায়রা ওয়াসিমের নাম নিয়েছেন কারণ, দঙ্গল সিনেমায় জায়রা ওয়াসিম ওনার চরিত্রে অভিনয় করেছিলেন। আর গত বছরই জায়রা ধর্মের কারণে সিনেমা জগতকে বিদায় জানিয়েছিলেন।