বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির মামলা করে একসময় রাজ্যজুড়ে আলোচনায় এসেছিলেন ববিতা সরকার (Babita Sarkar)। তাঁর মামলার ভিত্তিতেই প্রথম চর্চায় উঠে আসে নিয়োগ দুর্নীতি (SSC Scam)। প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বেআইনি চাকরি নিয়ে তিনিই প্রথম মামলা করেন। এরপর আদালতের নির্দেশে অঙ্কিতার চাকরি বাতিল হয়ে সেই পদে চাকরি পান ববিতা। কিন্তু কমিশনের ভুলের কারণে তাঁর চাকরিও পরে বাতিল হয়ে যায়। এরপর দীর্ঘ লড়াইয়ের পর ফের নতুন করে SSC-র একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন ববিতা সরকার।
‘প্রশ্নগুলো একটু কনফিউজিং ছিল’, পরীক্ষা দিয়ে বেরিয়ে জানালেন ববিতা (Babita Sarkar)
প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির পরীক্ষায় অংশ নেননি ববিতা (Babita Sarkar)। তবে রবিবার একাদশ-দ্বাদশের পরীক্ষায় বসেন তিনি। পরীক্ষা শেষ করে বেরিয়ে এসে জানালেন, “প্রশ্নগুলো একটু কনফিউজিং ছিল। খুব ভালও হয়নি, আবার খুব খারাপও হয়নি। অনেক উত্তর জেনেও ভুলে যাচ্ছি, হয়ত বয়সের কারণে মনে রাখতে পারছি না।”
এদিন পরীক্ষার পাশাপাশি কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন ববিতা (Babita Sarkar)। তাঁর কথায়, “যাঁরা দুর্নীতি করেছেন, তারাই আবার পরীক্ষা নিচ্ছেন। অথচ তাঁদের কোনও শাস্তি হয়নি। তাই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।”
ববিতা সরকারের (Babita Sarkar) করা মামলার পরই আলোচনায় আসে এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam)। আদালতের রায়ে অঙ্কিতা অধিকারী চাকরি হারান। তবে কমিশনের তথাকথিত ভুলের কারণে ববিতারও চাকরি কেড়ে নেওয়া হয়। ফলে ফের নতুন পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করতে চান তিনি।
আরও পড়ুনঃ অবশেষে অপেক্ষার অবসান, সাহারা ফান্ড ফেরত নিয়ে বড় সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত
নিয়োগ দুর্নীতির মামলা থেকে শুরু করে চাকরি হারানো, ববিতা সরকারের(Babita Sarkar) এই যাত্রা আজও অনেকের কাছে প্রতীক হয়ে আছে। এবার পরীক্ষার ফলাফলে তিনি কেমন করবেন, সেটাই দেখার অপেক্ষা।