‘দিদিই আসল প্রবলেম’ ফের শ্লোগান দিয়ে মমতা ব্যানার্জীকে বিঁধলেন বাবুল সুপ্রিয়

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে (West bengal) করোনা পরিস্থিতি মোকাবিলা করতে বাড়িতে থেকেই চিকিৎসার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর এই পরামর্শের উপর ভিত্তি করে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয় এক শ্লোগান দিতে শুরু করেন স্যোশাল মিডিয়ায়। এবং তাঁর জেরেই ফের বাবুল সুপ্রিয়কেও (Babul Supriyo) সমালোচনার শিকার হতে হয়।

image 66

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যেসকল ব্যক্তির বাড়িতে পর্যাপ্ত জায়গা আছে, তারা চাইলে নিজেদের বাড়িতেই হোম কোয়ারেন্টিনে থেকেই করোনা ভাইরাসের চিকিৎসা করতে পারেন। হাসপাতালে অনেক সময় অনেক রকম রোগী মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তি আরও অসুস্থ হয়ে যাতে পারেন। তাই চাইলে এবার থেকে বাড়ি থেকেই করাতে পারেন করোনা চিকিৎসা। আর মুখ্যমন্ত্রীর এই কথার পর থেকেই স্যোশাল মিডিয়ায় তৃণমূলকে তথা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিজেপির থিম সং-এর মাধ্যমে ফের বিঁধলেন বাবুল সুপ্রিয়। আরও লেখেন বিজেপির ইয়ংস্টাররাই যথেষ্ট তৃণমূলকে যোগ্য জবাব দেওয়ার জন্য।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি বিজেপির থিম সং-এর উপর লিখলেন, ‘বঙ্গ মানে জ্বলছে ফ্লেম/ দিদিই আসল প্রবলেম’। এমনকি বিভিন্ন টুইটার হ্যান্ডেল থেকেও এই পোস্টটি ছড়িয়ে দেওয়া হয়। বাবুল সুপ্রিয়র এই শ্লোগানের পাল্টা জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগান নতুন শ্লোগান তোলেন- ‘চিন্তা নেই দিদি আছে’। এই শ্লোগানেরও আবার পাল্টা উত্তর দিয়ে বাবুল সুপ্রিয় বলেন, ‘চিন্তা নেই দিদি আছে’ তা নয়, ওটা হবে ‘চিন্তা আছে দিদি নেই’।

Imgae Of Babul

চলতে থাকে পাল্টা জবারের পালা। এরপর আবার বাবুল সুপ্রিয়র দিকে সবুজ বাহিনীর যোগ্য জবাব আসে, ‘বেশি কথা না বলে কাজে করে দেখান। আর যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে, তাহলে মুখ্যমন্ত্রীর থেকে এসে শিখে যান’। সম্প্রতি সম্রাট নিরোর সঙ্গে বাবুল সুপ্রিয়কে তুলনা করে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন, রোমের সাম্রাজ্যের পতনের সময় যেমন সম্রাট নিরো বেহালা বাজিয়েছিলেন, তেমনই লকডাউনে বাবুল সুপ্রিয় গান বাঁধছেন।


Smita Hari

সম্পর্কিত খবর