ভোট শান্তিপূর্ণ করতে তৃণমূলের চারজন নেতাকে বাড়িতে আটকে রাখার নিদান বাবুলের

বাংলা হান্ট ডেস্কঃ  এ রাজ্যে তৃণমূল-বিজেপি-কংগ্রেস সব দলেই লক্ষ্য এখন পুরভোট। সেটাই চর্চার বর্তমান বিষয় সব দলের নেত-কর্মীদের জন্য।  এবারের লোকসভা ভোটে আসানসোল থেকে জিতে দেশের প্রতিমন্ত্রীর  হয়েছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। সামনে পুরভোট, আসানসোল শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ ভোট হওয়ার  জন্য এক পরামর্শ দিলেন তিনি। তৃণমূল কংগ্রেসের চারজন নেতাকে বাড়িতে কমব্যাট ফোর্স দিয়ে বসিয়ে রাখতে হবে আর জ্যামার লাগিয়ে দিতে হবে। তাহলেই আর কোনও চিন্তার কারণ নেই। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বাবুল সুপ্রিয়।

babul 1

শুধু এইটুকুতেই শেষ নয়,  আসানসোলের এক হোটেলে সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ আরও মন্তব্য করেছেন, বাবুল নামে নাকি এক ভীতি তৈরি হয়েছে। তিনি নাকি যেখানেই পা রাখছেন, সেখানে পুলিশদেরকে হেলমেট পড়া অবস্থায় টহলদারীতে দেখা যাচ্ছে।

এর কারণের যা ব্যাখ্যা দিলেন বাবুল,  পুলিশ জানে, বাবুল সুপ্রিয় যেখানে অনুষ্ঠানে যাবেন, সেখানে তৃণমূলের লোকেরা গণ্ডগোল করতে আসবেই, আর ইট-পাটকেল, লাঠি ছোঁড়া হবেই। আর তাই নিজেদেরকে বাঁচাতে পুলিশরা নাকি হেলমেট পড়ে তাঁর অনুষ্ঠানে টহলে থাকে।

সম্প্রতি পান্ডবেশ্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে হেলমেট এবং ঢাল নিয়ে বিশাল পুলিশ বাহিনী চলে এসেছিল । সেই প্রসঙ্গ টেনেই এমন মন্তব্য করেন বাবুল । বাবুল অভিযোগ, আসানসোলের পৌরনিগম নির্বাচনের সময় ঝাড়খণ্ড থেকে গুন্ডা এনে অশান্তি করার পরিকল্পনা করেছে তৃণমূলের দুই নেতা।  এদিকে পুরো দোষটাই নাকি বিজেপির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। পুরনিগমের ভোটের সময় যদি এমন ঘটনা হয়ে থাকে তবে  ওখানকার শিল্পাঞ্চলে পুরসভোটের সময় এমন ঘটনা আবার ঘটতেই পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিজেপি সাংসদ।

 

 

সম্পর্কিত খবর