সভা ছেড়ে চলে যাওয়ার জের, তৃণমূল কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন বাবুল সুপ্রিয়

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখার কথা ছিল বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। কিন্তু সেই সভায় উপস্থিত না হয়ে চলে যাচ্ছিলেন তিনি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা। বাবুল সুপ্রিয়র সাথে বাক-বিতণ্ডায়ও জড়ান এক তৃণমূল কর্মী। এই মুহূর্তে পঞ্চায়েত ভোটের প্রচারে কোচবিহারে রয়েছেন বাবুল সুপ্রিয়। আজ তিনি নির্বাচনী প্রচার করতে চান মেখলিগঞ্জের জামালদহে।

সৎসঙ্গ আশ্রম সহ একাধিক জায়গায় তিনি নির্বাচনী প্রচার সারেন। এরপর জামালদহ পাঠাগার ক্লাবে দুপুর তিনটে নাগাদ তার বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই সভায় উপস্থিত না হয়ে চলে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে এইভাবে বাবুল সুপ্রিয়র বক্তৃতা না শুনতে পারায় স্বাভাবিকভাবেই ক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল (Trinamool Congress) কর্মী সমর্থকরা।

এক তৃণমূল কর্মী রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন বাবুল সুপ্রিয় গাড়ি ঘিরে ধরে। সভা বাতিল ঘোষণা করা হলে কর্মী-সমর্থকদের মধ্যে রাগ আরও ত্বরান্বিত হয়। এরপর কিছুটা চাপে পড়েই সভায় উপস্থিত হন বাবুল সুপ্রিয়। তৃণমূল নেতাদের অনুরোধের পর বাবুল সুপ্রিয় মঞ্চে ওঠেন। এরপর মঞ্চে সেই বিক্ষুব্ধ তৃণমূল কর্মীকে ডেকে নেন তিনি। মঞ্চে সবার সামনেই সেই সমর্থকের রাগ কমানোর চেষ্টা করেন বাবুল।

img 20230624 18330450

বাবুল সুপ্রিয় বিক্ষুব্ধ তৃণমূল সমর্থকের কাঁধে হাত দিয়ে বলেন, “ভালোবাসা থাকলেই রাগ হয়। এদের মধ্যে যে স্পৃহা আছে সেটাই আমাদের পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে সাহায্য করবে। এদের মধ্যে যে আগুন রয়েছে সেটাই আমাদের সব থেকে বড় শক্তি। আগামী দিনে আমরা পঞ্চায়েত নির্বাচনে নিশ্চয়ই জয়লাভ করব। আমার একটাই অনুরোধ আপনারা সবাই একসাথে মিলে কাজ করুন।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর