ইনিংস শেষ করার আগে পুনর্বিবেচনা, আজ বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বাবুল সুপ্রিয়

বাংলাহান্ট ডেস্কঃ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি (bjp) বিধায়ক বাবুল সুপ্রিয়র (babul supriyo) রাজনৈতিক জীবনের ইতি টানার প্রসঙ্গে সরগরম রাজনৈতিক মহল। চলতি মরশুমে বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়ার পর, তাঁর পরাজয়ের পর থেকেই দলের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল বাবুল সুপ্রিয়র।

তারউপর দুবারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পরও, মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সবমিলিয়ে কিছুটা মর্মাহত হয়েই কিছুদিন ধরে নানান ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখা যাচ্ছিল তাঁর স্যোশাল মিডিয়া সাইটে। এরপর শনিবার স্যোশাল মিডিয়ায় লম্বা পোস্ট করে, জল্পনার অবসান ঘটিয়ে রাজনীতিকে বিদায় জানান বাবুল সুপ্রিয়। সঙ্গে এও জানিয়ে দেন, সাংসদ পদ ছেড়ে দিলেও, অন্য কোন দলে যাচ্ছেন না তিনি।

Minister Babul Supriyo

আর এই খবরেই টানাপড়েন শুরু হয়ে বিজেপির অন্দরে। খবর পাওয়া মাত্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাতেই ফোন করেন বাবুল সুপ্রিয়কে। ফোন মারফতই তাঁকে ইস্তফা দেওয়া থেকে বিরত থাকার কথা বলেন। এরপর আবার রবিবারও প্রায় ঘন্টাখানেক কথা হয় জেপি নাড্ডা এবং বাবুল সুপ্রিয়র মধ্যে। বাবুলকে নিজের সিদ্ধান্তকে আরও একবার পুনর্বিবেচনা করে দেখার অনুরোধ করেন জেপি নাড্ডা। তবে সোমবার দলীয় নেতৃত্বদের সঙ্গে আরও একটি বৈঠক করার পর, বাবুল সুপ্রিয় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, তৃণমূলের একাধিক নেতৃত্বদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বাবুল সুপ্রিয়র। তবে দল ছাড়ার পর অন্য কোন দলে যোগদান করবেন না বললেও, ভবিষ্যতে অন্য দলে নাম লেখানোর উদাহরণও ভুরি ভুরি রয়েছে রাজনীতির ইতিহাসে। তবে দলের মধ্যেই যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে কিছুটা ঠাণ্ডা দ্বন্ধ রয়েছে বাবুলের, তা খুব ভালো ভাবেই প্রকাশ পেয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর