বাংলা হান্ট ডেস্ক : হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি রয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, চিন্তার বিশেষ কোনও কারণ নেই। আজ সোমবার রাতের দিকেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে মন্ত্রীকে।
জানা যাচ্ছে, আপাতত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেল বাবুল। হাসপাতাল কর্তৃপক্ষ মেডিক্যাল বুলেটিনে জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকেই বুকে ব্যথা হচ্ছিল তাঁর। দর দর করে ঘেমে যাচ্ছিলেন তিনি। তাই কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে এদিন সকালে হাসপাতালে ভরতি করা হয়। ডা. সরোজ মণ্ডল ও ডা. সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ডা. রুপোলি বসু জানান, মন্ত্রীর ইসিজি করা হয়েছে। এঞ্জিওগ্রাফিও করা হয়েছে।
হাসাপাতালের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ও ফিজিশিয়ন সপ্তর্ষি বসুর অধীনে চিকিৎসাধীন বাবুল সুপ্রিয়। রবিবার সন্ধ্যায় আচমকাই অস্বস্তিবোধ করছিলেন বাবুল, এরপর বুকে ব্যাথার সমস্যার কথা জানান। প্রচণ্ড ঘামছিলেন মন্ত্রী, দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই অ্যাঞ্জিওগ্রাফি, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফির মতো পরীক্ষা করা হয়েছে বাবুলের। চিকিৎসকদের দাবি, ‘ইকোকার্ডিওগ্রাফিতে কোনওরকম সমস্যা ধরা পড়েনি, তবে ইসিজি রিপোর্ট একটু গড়বড় রয়েছে’। চিকিৎসক সপ্তর্ষি বসু জানান, ‘বাবুল সুপ্রিয় করোনারি আর্টারি ডিজিজ ধরা পড়েছে। তবে এই মুহূর্তে কোনওরকম বাইপাস সার্জারির দরকার নেই, পর্যবেক্ষণে থাকবেন তিনি।
ডাক্তার সরোজ মণ্ডলই উডল্যান্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্বে ছিলেন, শহরের অন্যতম নামী কার্ডিওলজিস্ট তিনি। কবে ছাড়া হবে বাবুল সুপ্রিয়কে সে ব্যাপারে এখনই কিছু জানা যায়নি।