বাংলাহান্ট ডেস্ক : মাঝখানে আর মাত্র দিন ছয়েক। তারপরেই বালিগঞ্জে বিধানসভা উপনির্বাচন। আর তার ঠিক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগ, শুভেন্দু অধিকারী ফাঁসানোর চেষ্টা করছেন তাঁকে।
বালিগঞ্জ উপনির্বাচনে কার্যতই বাকি হাতে গোনা দিন। তার আগেই বাবুল সুপ্রিয়র বড়সড় অভিযোগ বিজেপি তথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বাবুল সুপ্রিয় বলেন, ‘খবর আছে, দিল্লি থেকে কলকাঠি নাড়ার চেষ্টা করছেন শুভেন্দু।যদিও এসব করে কোনও লাভ হবে না। সাদা জামায় কালির দাগ লাগানো যাবে না।’ তৃণমূল প্রার্থীর এহেন মন্তব্যে কার্যতই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
গত বছর সেপ্টেম্বর মাসে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন সেই প্রসঙ্গেও তিনি বলেন, ‘যখন যে দলে খেলেছি সেরাটুকু দিয়েছি। এবার এই দলে খেলব। আগের চেয়ে ভালো খেলব।’৷ তিনি আরও বলেন, ‘আমাকে দলবদলু বলবেন না। আমি দল, রাজনীতি সবই ছেড়ে দিয়েছিলাম। তৃণমূল নেত্রী আবার আমাকে রাজনীতিতে ফিরিয়েছেন।’
অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র জুড়ে ‘নো ভোট টু বাবুল’ ক্যাম্পেনের নেমেছে বিজেপি বিরোধী নাগরিক মঞ্চ। তাঁদের অভিযোগ, বিজেপিতে থাকা কালীন এনআরসি, সিএএ সমর্থন করেছিলেন বাবুল। এই ক্যাম্পেনের প্রেক্ষিতে বাবুল সুপ্রিয়র দাবি, ‘কয়েকজন পথে নেমেছিল। তাঁরা বামপন্থী, কেউ বলছেন আরবান নকশাল । আমি কিছু বলছি না ৷ আমার একটা অতীত আছে। আমি বিজেপিতে ছিলাম । পার্টির মধ্যে থেকে সবসময় তো পার্টির বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেন না । কাজেই দলের মধ্যে থেকে এনআরসি-সিএএকে সমর্থন করতে হয়েছে।’ আগামী ১৬ তারিখই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলেই সাফ জানিয়েছেন তৃণমূল নেতা। উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল দুই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে রাজ্যে।