হাসপাতাল থেকে ছাড়া পেলেন বাবুল সুপ্রিয়! কী জানাচ্ছেন চিকিৎসকরা? কতটা সুস্থ মন্ত্রী?

বাংলা হান্ট ডেস্ক : অবশেষে মুক্তি! হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল রাজ্যের তথ্যপ্রযুক্তি ও পর্যটন দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)৷ তিনি গতকাল সোমবার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন৷ প্রাথমিক চিকিৎসা ও বেশ কিছু পরীক্ষা করার পর বাবুলকে আপাতত ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা৷ তবে তাঁকে নিয়মিত চিকিৎসকদের নজরে থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

জানা যাচ্ছে, রবিবার বিকেল থেকেই বুকে অল্প অল্প ব্যথা অনুভব করছিলেন বাবুল সুপ্রিয়৷ সঙ্গে খুব ঘাম হচ্ছিল তাঁর৷ তাই একেবারেই দেরি না করে সোমবারই মন্ত্রীকে সরাসরি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়৷ ভর্তি হওয়ার পরই বাবুলের ইসিজি করানো হয়৷ সেখানে ধরা পড়ে, বুকে সামান্য সমস্যা রয়েছে, অবশ্য তা দ্রুত ঠিকও হয়ে যাবে৷ তখনই খবর পাওয়া যায়, তাঁকে আজই ছেড়ে দেওয়া হতে পারে৷

মন্ত্রী বাবুলের শারীরিক অবস্থার খবর পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে৷ বিধানসভা থেকেই বাবুলের খোঁজ মমতা নেন৷ ওদিকে হাসপাতালের পক্ষ থেকে জারি করা সাংবাদিক বিবৃতিতে বলা হয়, ‘বুকে ব্যথা এবং শরীরে একাধিক অস্বস্তি নিয়ে এ দিন হাসপাতালে আসেন রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং পর্যটন মন্ত্রী বাবুল। চিকিৎসক সপ্তর্ষি বসু এবং হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁকে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।

Babul suprriyo

বাবুলের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট এর পর থেকে আসতে থাকে৷ তাঁর ইকো-কার্ডিওগ্রাফি ঠিক থাকলেও এক্সরে-তে একাধিক সমস্যা ধরা পড়ে৷ তার পর অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, সেখানে সামান্য সমস্যাও ধরা পড়ে বলে জানা যাচ্ছে৷ তবে সমস্যা ওষুধেই সেরে যাবে বলেই বিশ্বাস চিকিৎসক মহলের। সমস্যা গুরুতর না হওয়ায় বাবুলকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়৷

প্রসঙ্গত, কিছুদিন আগেই দুর্ঘটনার কবলে পড়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয় (West Bengal Minister Babul Supriyo News)। বীরভূমের রামপুরহাটে (Birbhum Rampurhat) এই ঘটনা ঘটে। সাঁইথিয়া মুসরডা পেট্রোল পাম্পের (Sainthia Misroda Petrol Pump) কাছে তাঁর কনভয়ের একটি গাড়ির সঙ্গে অটোর সংঘর্ষ হয়। খবর পাওয়া যায়, দুর্ঘটনায় গুরুতর আহত হন মন্ত্রীর বেশ কয়েকজন নিরাপত্তারক্ষীও। তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, বাবুলের এক নিরাপত্তারক্ষীর মাথায় আঘাত লাগে। নিজেই উদ্যোগ নিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করেন বাবুল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর