রাজনীতি সামলে অভিনয়ে ফিরছেন বাবুল সুপ্রিয়, অসমবয়সী প্রেমের গল্প বলবেন দেবচন্দ্রিমার সঙ্গে

বাংলাহান্ট ডেস্ক: গায়ক বাবুল সুপ্রিয়কে (babul supriyo) নায়ক হতে অতীতে একাধিক বার দেখা গিয়েছে। তাও আবার তরুণ মজুমদার ও সৃজিৎ মুখোপাধ‍্যায়ের মতো ছবিতে। অবশ‍্য সৃজিতের ছবিতে মুখ‍্য নয় বরং ছোটখাট পার্শ্ব চরিত্রেই দেখা গিয়েছিল তাঁকে। তবে চরিত্র ছোট হোক বা বড়, বাবুলের অভিনয় প্রতিভা যে বেশ ক্ষুরধার তা বোঝা গিয়েছে প্রত‍্যেকবারই। আর তাই তো আবারো অভিনয়ে ফিরছেন তিনি। তবে এবারে আর সিনেমা নয়, সিরিয়ালে।

টলিপাড়ায় কানাঘুঁষো, পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর অনুরোধেই নাকি অভিনয় করতে রাজি হয়েছেন বাবু্ল। দশ বছরেরও বেশি সময় পর ফের লাইট ক‍্যামেরা অ্যাকশনের মুখোমুখি হতে চলেছেন তিনি। এতদিন রাজনৈতিক জীবনের তরজা নিয়েই ব‍্যস্ত ছিলেন বাবুল। মন্ত্রীত্ব খোয়ানো, দলবদল এসবের মাঝে পড়ে বেশ টালমাটাল পরিস্থিতিতে ছিলেন তিনি।

babool
এখন অবশ‍্য তৃণমূলে ফিরে অনেকটাই স্থিরতা এসেছে তাঁর জীবনে। তাই ফের একবার অভিনয়ের সুযোগ পেয়ে আর না করেননি বাবুল। শোনা যাচ্ছে, রাজের প্রযোজনা সংস্থার তরফে শীঘ্রই একটি নতুন সিরিয়াল শুরু হবে, আর সেখানেই অভিনয় করবেন বাবুল। কোনো ছোটখাট পার্শ্বচরিত্র নয়, একেবারে নায়কের ভূমিকায় দেখা যাবে।

বিপরীতে যে নায়িকাকে দেখা যাবে সেখানেও রয়েছে বড় চমক। জানা যাচ্ছে, অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে (debchandrima singha roy) সিরিয়ালে নায়িকার ভূমিকায় দেখা যাবে। এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের প্রথম ও দ্বিতীয় সিজনে চারু ও চিকু্র চরিত্রে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন দেবচন্দ্রিমা। পাশাপাশি আসন্ন ‘কিশমিশ’ ছবিতেও কাজ করেছেন তিনি।

IMG 20220121 112953
সূত্রের খবর মানলে, ইতিমধ‍্যেই দুজনের লুক টেস্ট হয়ে গিয়েছে। যদিও সিরিয়ালের নাম বা অন‍্য কোনো তথ‍্যই এখনো মেলেনি। শুধু এটুকু আভাস মিলেছে, পর্দায় অসমবয়সী প্রেমের কাহিনি ফুটিয়ে তুলবেন বাবুল ও দেবচন্দ্রিমা। এমন ভিন্ন একটা জুটির রসায়ন কেমন হয় তা দেখার জন‍্য দর্শক যে টিভির সামনে বসবেই তা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। তবে শুধুই অভিনয় নয়, সিরিয়ালে নাকি থাকছে বাবুলের গানও।

প্রসঙ্গত, বাবুল সুপ্রিয়র অভিনয় জগতে সফর শুরু তরুণ মজুমদারের ‘চাঁদের বাড়ি’ ছবির হাত ধরে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তকে। তারপর সৃজিতেরও কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে গায়ক রাজনীতিককে।

Niranjana Nag

সম্পর্কিত খবর