প্রথমবার বিধায়ক হলেন বাবুল সুপ্রিয়, জয় উৎসর্গ করলেন কাকে?

বাংলা হান্ট ডেস্কঃ  শনিবার বাংলার দুটি উপনির্বাচন কেন্দ্রের ফলাফলের দিকে যে সকল রাজ্যবাসীর নজর ছিল, তা বলাবাহুল্য। একদিকে যেমন বিজেপির ‘দুর্গ’ হিসেবে পরিচিত আসানসোলে তৃণমূলের হয়ে বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহার ডেবিউ ‘ম্যাচ’ ছিল, ঠিক তেমনি ভাবে সম্প্রতি বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল কংগ্রেস দল। এবং শেষপর্যন্ত দুই কেন্দ্রেই শাসকদল একচ্ছত্র ভাবে আধিপত্য বিস্তার করে।

বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায়ের স্থানে নতুন বিধায়ক হিসেবে এদিন আত্মপ্রকাশ করলেন বাবুল সুপ্রিয়। জয়ের পর এদিন তিনি বলেন, “বালিগঞ্জ কেন্দ্রে এই জয় আমি দিদিকে উৎসর্গ করছি। সিপিএম এবং বিজেপি দুই দল মিলে যেভাবে প্রচার করে মানুষের মধ্যে আমার সম্পর্কে খারাপ প্রভাব বিস্তার করতে চেয়েছিল, বাংলার মানুষ তা প্রত্যাখ্যান করেছে। মা-মাটি-মানুষকে আমি আমার প্রণাম জানাচ্ছি।”

তবে এদিন বালিগঞ্জ কেন্দ্র থেকে জিতলেও বেশ কিছু প্রশ্ন উঠেছে তাঁকে ঘিরে। পরিসংখ্যান অনুযায়ী, এই কেন্দ্রের অন্তর্গত দুই ওয়ার্ডে হেরে বসেছেন বাবুল। কিন্তু এই হারের পরেও এদিন উচ্ছ্বাস ধরা পড়ে বাবুলের গলায়। তিনি জানান, “সিপিএম এবং বিজেপি দুই দলই চেষ্টা করেছিল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে বদনাম করার। কিন্তু মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। আমাকে বলতেই হবে যে, মমতা ব্যানার্জি থেকে অভিষেক সকলেই আমাকে সমস্ত রকম সাহায্য করেছে। তবে আমরা যে ওয়ার্ডে পরাজিত হয়েছি, তা নিয়ে ভবিষ্যতে আত্মপর্যালোচনা করতে হবে।”

প্রসঙ্গত, আসানসোল কেন্দ্র থেকে এদিন শত্রুঘ্ন সিনহা বিপুল ভোটে জয়লাভ করেছেন, সেই কেন্দ্রে একদা বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়াতেন বাবুল। তবে এদিন সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমি আসানসোলের মানুষের জন্য অনেক কাজ করেছিলাম আর সেই কারণেই মানুষ আমাকে সেখানে প্রতিবার ক্ষমতায় আনত। কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করতে এবারের উপ নির্বাচনে বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল। তবে সেখানে শত্রুঘ্নজির লক্ষাধিক ভোটে জয়লাভ বিজেপির সকল প্রচেষ্টাকে ব্যর্থ করেছে।”

এছাড়া শত্রুঘ্ন সিনহাকে নিয়ে বলেন, “ওনার সাথে আমার প্রায়ই কথা হয়। ভবিষ্যতে আমি এবং শত্রুঘ্নজি মিলে আসানসোলের মানুষের জন্য সমস্ত কাজ করবো।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর