’২০ লক্ষ দিতে চেয়েছিল’, রেখার বিরুদ্ধে এই অর্চনাকে প্রার্থী করতে চেয়েছিল তৃণমূল! জানেন কে এই মহিলা?

বাংলা হান্ট ডেস্কঃ তাবড় তাবড় রাজনীতিবিদদের ছেড়ে চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্রকে (Rekha Patra) টিকিট দিয়েছে বিজেপি। সন্তান কোলে তিনিই প্রথম শেখ শাহজাহান এবং তাঁর বাহিনীর অত্যাচার নিয়ে মুখ খুলেছিলেন। অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন সন্দেশখালি (Sandeshkhali) আন্দোলনের মুখ। লোকসভা ভোটে তাঁকে টিকিট দিয়ে বড় চমক দিয়েছে বিজেপি। অন্যদিকে রেখার প্রতিপক্ষ হিসেবে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) দাঁড় করিয়েছে হাজি নুরুল ইসলামকে।

বসিরহাট কেন্দ্রের জোড়াফুল (TMC) প্রার্থী পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন। এবার তাঁকে ফের প্রার্থী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বসিরহাট কেন্দ্রে ভোট আসন্ন। এই আবহে এক বিরাট দাবি করলেন অর্চনা ভুঁইঞা (Archana Bhuinya) নামের সন্দেশখালির এক আন্দোলনকারী।

   

সম্প্রতি জনপ্রিয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালি ঝুপখালি নিবাসী অর্চনা দাবি করেন, রেখার বিরুদ্ধে তাঁকেই দাঁড় করাতে চেয়েছিল তৃণমূল শিবির। শুধু তাই নয়, তাঁকে ২০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ ‘তালিকা চাই’, রাজ্যকে সুপ্রিম-নির্দেশ! ভোটের মধ্যেই উপাচার্য নিয়োগ মামলায় নয়া মোড়

অর্চনার কথায়, ‘আমায় বলেছিল তোমায় প্রার্থী করা হবে। এক মাস আগে। তৃণমূলের কর্মীরা… বলেছিল, বিজেপি যখন একজন আন্দোলনকারীকে প্রার্থী করছে, আমরা তোমায় ভোটে দাঁড় করাতে চাইছি। সেই প্রার্থী তুমি হও’।

এখানেই না থেমে অর্চনা বলেন, ‘আমায় বলেছিল, তোমার জমি, জায়গা ফেরত দিয়ে দেওয়া হবে। টাকা দেব। আমায় ২০ লক্ষ টাকা দিতে চেয়েছিল। আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে মারধর করে অন্ধ করে দিয়েছে। এখন প্রার্থী করার জন্য এসেছিল’। এই দাবি করার পাশাপাশি বেশ কয়েকজনের নামও নেন অর্চনা।

Archana Bhuinya Sandeshkhali Trinamool Congress

একদিকে যখন ভাইরাল ভিডিও কাণ্ডে উত্তাল সন্দেশখালি, সেই সময় এমন বিস্ফোরক দাবি করলেন অর্চনা, স্বাভাবিকভাবেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অর্চনা বলেন, ‘টাকা দিয়ে ভোট কিনতে চাইছে তৃণমূল। আমাদের ইজ্জতের কি কোনও দাম নেই?’

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর