‘উনি তো পর্যটক’, বামেদের পুরস্কার নিয়ে অমর্ত্য সেনকে চরম কটাক্ষ বাবুল সুপ্রিয়র

বাংলা হান্ট ডেস্কঃ বিশেষ কোন রাজনৈতিক পরিচয় না থাকলেও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) যে চিরকালই ‘বামপন্থী’ মনোভাবাপন্ন, সে বিষয়ে কোনো দ্বিমত নেই। এমনকি কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক সময় আক্রমণ করতেও দেখা গিয়েছে তাঁকে। এ প্রসঙ্গে বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদকে অতীতে একাধিকবার কটাক্ষ ছুড়ে দেয় বিজেপি (BJP)।

তবে বামেদের সঙ্গে সদ্ভাব থাকলেও অতীতে কোনওদিন তাঁকে আক্রমণের পথে হাঁটেনি তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তবে ‘শ্রদ্ধা’-র সেই ব্যারিকেড ভেঙে অবশেষে অমর্ত্য সেনের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেস মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। জনপ্রিয় এই ব্যক্তিত্বকে উদ্দেশ্য করে বাবুলের দাবি, “অমর্ত্য সেন একজন পর্যটক। নির্দিষ্ট একটি রাজনৈতিক রঙের বাইরে উনি বেড়াতে পারেননি।”

ঘটনার সূত্রপাত সাম্প্রতিককালের একটি ঘটনাকে কেন্দ্র করে। কয়েকদিন পূর্বেই রাজ্য সরকারের তরফ থেকে অমর্ত্য সেনকে ‘বঙ্গবিভূষণ’ পুরস্কারে সম্মানিত করার ঘোষণা করা হয়। তবে সেই সময় তাঁর পরিবারের তরফ থেকে পুরস্কার নেওয়া প্রসঙ্গে ‘না’ করে দেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। তবে তার দুই সপ্তাহ কাটতে না কাটতেই সিপিএমের তরফ থেকে ‘মুজাফফর আহমেদ স্মৃতি পুরস্কার’ গ্রহণ করার ঘটনাকে কেন্দ্র করেই বাঁধলো বিতর্ক।

সম্প্রতি তাঁর ‘জগৎ কুটির’ নামক বইয়ের জন্য বামেদের তরফ থেকে অমর্ত্য সেনকে একটি বিশেষ পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়। এই পুরস্কারটি নিতে না আসলেও ‘প্রতীচি’ ট্রাস্টের ডিরেক্টরের মাধ্যমে তা গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে, দুই সপ্তাহ পূর্বে রাজ্য সরকারের পুরস্কার গ্রহণ না করলেও বামেদের দেওয়া সম্মান কিভাবে গ্রহণ করলেন তিনি?

এই প্রসঙ্গে এদিন বাবুল সুপ্রিয় জানান, “অমর্ত্য সেন একটি নির্দিষ্ট পথে রাজনীতি করে চলেন। আমরা যে রাজনীতি করি, তার সাথে এর কোন সম্পর্ক নেই। তবে একটা কথা বলতে পারি যে, উনি হলেন একজন পর্যটক। বড় অর্থনীতিবিদ হওয়ার সত্ত্বেও উনি কখনোই একটি নির্দিষ্ট রাজনৈতিক রঙের বাইরে বেরোতে পারেননি।”

babul 6

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাবুল সুপ্রিয়। এরপরে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের জয় লাভ করেন তিনি। বর্তমানে তৃণমূল কংগ্রেসের হয়ে মন্ত্রীসভাতেও জায়গা পেয়েছেন বাবুল। তবে অনেকের মতে, এদিন অমর্ত্য সেনকে আক্রমণের মাধ্যমে বিজেপির পথেই হাঁটলেন বাবুল। আসলে বিজেপির তরফ থেকে একাধিকবার কটাক্ষ করা হলেও এতদিন পর্যন্ত নোবেলজয়ী অর্থনীতিবিদকে কোনরকম ব্যক্তিগত আক্রমণের পথে হাটেনি তৃণমূল কংগ্রেস। তবে এদিন বাবুল সুপ্রিয়র মন্তব্য বঙ্গ রাজনীতিতে বিতর্কের সৃষ্টি করলো বলেই মত বিশেষজ্ঞদের।

ad

Sayan Das

সম্পর্কিত খবর