‘সাবাশ ভাই জয় শাহ…’, বিশ্বকাপ ফাইনালের আগেই BCCI সচিব জয় শাহকে চরম কটাক্ষ বাবুলের

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে রাজ্য-রাজনীতির চর্চার শিরোনামে বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে বিজেপিতে (BJP) যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ও বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়! এমনই জল্পনায় উত্তপ্ত রাজনীতির অন্দর। বিধায়কের ঘর ওয়াপসির জল্পনার আগুনেই ঘি ঢালার কাজ করেছে সম্প্রতি তাকে নিয়ে দিলীপ ঘোষের করা মন্তব্য। যদিও বিজেপিতে ফেরার দাবি খারিজ করেছেন মমতার মন্ত্রীর। এসবের মাঝেই এবার বিসিসিআই সচিব জয় শাহকে (Jay Shah) তীব্র নিশানা বাবুলের। কারণ কী?

বিশ্বকাপের মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে কড়া ভাষায় আক্রমণ শানালেন বাবুল সুপ্রিয়। গত বুধবার বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। মু্ম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিয়েছে রোহিতের টিম ইন্ডিয়া।

সেমি ফাইনালে ভারতের খেলা চাক্ষুস করতে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু তারকা। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামের ম্যাচের এক ফাঁকে সচিন তেন্ডুলকর এবং ফুটবলার ডেভিড বেকহ্যামের মাঝে একই গ্যালারিতে বসে থাকতে দেখা যায় বিসিসিআই-এর সচিব জয় শাহকে। তার অন্য এক পরিচয়ও রয়েছে। তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শহের পুত্র। আর জয়কেই তীব্র কটাক্ষ করেছেন বাবুল সুপ্রিয়।

babul minister

আরও পড়ুন: ডিসেম্বরেই বন্দ্যোপাধ্যায় পরিবারে বিয়ে! পাহাড় থেকে নতুন বৌমা আনছেন মমতা, পাত্র কে জানেন?

পরিবারতন্ত্র ইস্যু তুলে জয়কে তুমুল খোঁচা বাবুলের

নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) শাহ পুত্রকে তুমুল খোঁচা দিয়েছি বাবুল লেখেন, ‘দুই কিংবদন্তির মাঝে জায়গা করে নেওয়া সত্যিই খুব কঠিন কাজ। সাবাশ ভাই জয় শাহ। কোনও পরিবারতন্ত্র, স্বজনপোষণ ছাড়াই শুধুমাত্র মেধা ও কঠোর পরিশ্রমের উপর ভর করেই আপনি এমন শীর্ষ পদে পৌঁছেছেন।’ কটাক্ষে ভরপুর এই পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেস সাংসদ শশী থারুর ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ট্যাগ করেন নেতা। যদিও এই নিয়ে বিজেপির কোনও পালটা প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর