‘এসব করার দরকার ছিল না’, সবুজ ঝড়ের মাঝেও অখুশি বাবুল! কারণ জানালেন নিজেই

বাংলা হান্ট ডেস্কঃ শনিবার ছিল ২৩ পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আজ তার ফলাফল। বন্দি ব্যালট বাক্স থেকে বেরিয়ে আসছে জনমত। ফলাফল অনেকটাই স্পষ্ট চোখের সামনে। অবাধ হিংসা, অশান্তি, ছাপ্পা, প্রানহানির পর আজ সন্ধ্যা পর্যন্ত যেই চিত্র উঠে আসছে তাতে গ্রাম বাংলায় ফের জোড়াফুল ফোটাতে চলেছে শাসক শিবির (Trinamool Congress)। জয়ের এই আবহে পঞ্চায়েত নির্বাচনে হিংসার প্রসঙ্গ টানলেন রাজ্যের মন্ত্রী তথা তারকা নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

ঠিক কী বললেন বাবুল? একদিকে যেখানে চলছে ভোট গণনা সেই সময় দাঁড়িয়ে বাবুল বললেন,‘‘এটা সত্যি যে, প্রায় ৭০ হাজার বুথের মধ্যে যে ১০০টি বুথে গন্ডগোল হয়েছে, সেটাই সংবাদমাধ্যম বার বার ঘুরিয়ে-ফিরিয়ে দেখাচ্ছে। তবে আমি এই নিয়ে আমি সংবাদমাধ্যমকে দোষ দিতে রাজি নই। ৭০টি বুথের গন্ডগোল থেকে যদি ৪০টি প্রাণ যায়, সেটা আমাদের সকলকে বিড়ম্বনায় ফেলে।’’

   

মন্ত্রীর কথায়, নিচুতলার কর্মীরা এই সমস্ত গন্ডগোল করায় বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমালোচনার রাস্তা করে দিচ্ছেন। অর্থাৎ বাবুলের সাফ স্বীকারোক্তি অশান্তি হয়েছে।

বাবুল সুপ্রিয় আরও বলেন, ‘‘মমতাদিদি এবং অভিষেক, যারা অত্যন্ত দৃঢ় ভাষায় বারংবার বলে গেছেন যে, এ সব বরদাস্ত করা হবে না, তাদের গায়ে কাদা ছেটানোর সুযোগ পেয়ে যায় বিরোধীরা।বিরোধীরা নিজেরাও চেয়েছিল গন্ডগোল হোক, যাতে তৃণমূল কলুষিত হয়।’’

panchayat vote 2023

এদিন নিচুতলার কর্মীদের জন্য বার্তা দিয়ে বাবুল বলেন, ‘‘আমাদের নীচের তলার কর্মীদের বুঝতে হবে যে, মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করতে মাননীয়া মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলি চালু করেছেন তাতে সাধারণ মানুষ খুশি। এমনিতেই তারা আমাদের ভোট দিতেন। এই ধরনের পরিস্থিতি তৈরি করার কোনও দরকারই ছিল না।’’ সাফ কথায় আজ দলের কর্মীদের হিংসা-অশান্তির বিষয় কার্যত মেনে নিলেন বাবুল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর