বাংলাদেশেই বাংলাদেশকে লজ্জার হার উপহার হরমনপ্রীতদের! মাত্র ৯৫ রানের পুঁজি নিয়েই জয় ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বাংলাদেশের মাটিতে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারতীয় মহিলা দল (Indian Women’s Cricket Team)। এই সিরিজ শুরু হওয়ার আগে দল নির্বাচন নিয়ে কম বিতর্ক হয়নি। কিন্তু আপাতত দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে সেই সব বিতর্ককে ধামাচাপা দিয়ে হরমনপ্রীতরা মিরপুরের অতিরিক্ত স্পিন সহায়ক পিচে দাপুটে জয়ে তুলে নিতে সক্ষম হল।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের দেওয়া ১১৫ রানের টার্গেট ২২ বল বাকি থাকতেই তুলে নিয়েছিলেন স্মৃতিরা। অর্ধশতরান করেছিলেন অধিনায়ক হরমনপ্রীত। তবে দ্বিতীয় ম্যাচে জয় পেতে গিয়ে বেশ কিছুটা কাঠ-খড় পোড়াতে হয়েছে তাদের।

আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েও বিপর্যয়ের মুখোমুখি হয় ভারত।সুলতানা-ফাহিমা-নাহিদার স্পিন রহস্যে ভারতকে ১০০ রানের মধ্যেই বেঁধে ফেলে বাংলাদেশ। সর্বোচ্চ ৩ উইকেট নেন সুলতানা। ২ উইকেট নেন লেগ স্পিনার ফাহিমা। ভারতের পক্ষে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন শেফালি ভার্মা। ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ৯৫।

ভারতকে অল্পের মধ্যে আটকে দিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া কেউই পেরোতে পারেননি দুই অংকের ঘর। কিন্তু টি-টোয়েন্টিতে তিনি টেস্ট ক্রিকেটের ঢঙ্গে ব্যাটিং করেন। যদিও উল্টো দিক থেকে বিন্দুমাত্র সাহায্য পাননি তিনি। তাই বাংলাদেশ অধিনায়ককে ৫৫ বলে ৩৮ রানে ইনিংস খেলার জন্য খুব বেশি দোষ দেওয়া যায় না।

এরপর ক্যাপ্টেন জ্যোতিকে ড্রেসিংরুমে ফেরান দীপ্তি শর্মা। আর তার বিদায়ের পরই সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। ৮৭ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের লড়াই। তিনটি করে উইকেট নিয়ে এক ম্যাচ হাতে রেখে দলকে সিরিজ জিতিয়েছেন দীপ্তি শর্মা, শেফালি ভার্মারা। দুটি উইকেট নিয়েছেন মিন্নু মানি।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর