ফের Paytm এর নাম করে জালিয়াতি শহরজুড়ে

বাংলাহান্ট ডেস্কঃ ফের Paytm এর নাম করে জালিয়াতি শহরজুড়ে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আবারও এই জালিয়াতির পেছনে আছে কুখ্যাত জামতাড়া গ্যাং। উত্তর কলকাতার টালা এলাকার অনন্তনাথ দেব লেনে এক গৃহবধূর থেকে পেটিএমের কেওয়াইসি(KYC) আপডেট করানোর অছিলায় হাতিয়ে নেওয়া হয়েছে নয় হাজার টাকা।

banner small fraud

আবার, পাটুলির রায়পুরের এক বাসিন্দা হারিয়েছেন মোট ১ লাখ ২৩ হাজার টাকা। পাশাপাশি সার্ভে পার্ক এলাকার পি এম সরণির বাসিন্দা এক মহিলার অভিযোগ তার কাছ থেকে একই উপায়ে খোয়া গিয়েছে ৭৫ হাজার টাকা। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ

অনলাইনে প্রতারণাকে কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে সাইবার বিশেষজ্ঞ দের মাথা ব্যাথার কারন হয়েছে আরেক পড়শি রাজ্য ঝাড়খন্ডের জামতাড়া গ্যাং। অনলাইনে প্রতারণার জাল এতখানি যে ২০১৫ থেকে ২০১৭, ২ বছরে তদন্তের স্বার্থে যেতে হয়েছে দেশের ১২ রাজ্যের পুলিশকে। কুখ্যাতির কারনে জামতাড়া নিয়ে ওয়েব সিরিজও তৈরি হয়েছে।

অনেকেই টাকা ফেরত পেতে  অনলাইন সংস্থার কাস্টমার কেয়ার নম্বর গুগলে সার্চ করেন। সেখানে তারা পান কাস্টমার কেয়ারের ভুয়ো কিছু নম্বর । যে গুলি আদতে প্রতারকদের। ফোনে গ্রাহককে আশ্বাস দেওয়া হয়, টাকা ফেরত পেতে গেলে মানতে হবে কিছু নির্দিষ্ট পদ্ধতি। এরপর গ্রাহকে একটি লিংক পাঠানো হয়। সেই লিংকে ক্লিক করে anydesk অথবা teamviewer app ডাউনলোড করতে বলা হয়। ভেরিফিকেশন ফি বাবদ Gpay দিয়ে ১০ টাকাও পাঠাতে বলা হয়।

এই কাজ গুলি করলেই আপনার ফোনের রিমোট অ্যাকসেস পদ্ধতিতে Gpay-এর mpin ফাঁস হয়ে যায় প্রতারক দের কাছে। যার মাধ্যমে তারা লুটে নিতে পারে আপনার সঞ্চয়। আমাদের রাজ্য-এর আসানসোলের অনেক যুবকই জামতাড়া থেকে প্রতারণার প্রশিক্ষণ পায় পায় বলেও খবর গোয়েন্দা সূত্রে।

 

সম্পর্কিত খবর