‘কাই পো ছে’ নয়, বলিউডে অনেক আগেই পা দিয়েছিলেন সুশান্ত! স্ক্রিন শেয়ার করেছিলেন হৃতিকের সঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতের এক জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Sing Rajput)। অকালে তারাদের দেশে পাড়ি দেন এই অভিনেতা। হাজারো ভক্তদের কাঁদিয়ে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। তার অভিনয় এবং নাচের দক্ষতা দিয়ে তিনি জিতে নিয়েছিলেন দর্শকদের মন। মাত্র কিছু বছরের মধ্যেই খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি।

মাত্র কিছু বছরের মধ্যেই বেড়ে যায় তাঁর ফ্যান ফলোয়ার্সদের সংখ্যা। সময় যত পেরোচ্ছিলো ততই বাড়ছিল সেই সংখ্যা। কিন্তু হঠাৎ করেই সবকিছু ছেড়ে না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা। তাঁর মৃত্যুর কারণ কী? তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন সেই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ।

Sushant singh rajput 1200 4

পাটনাতে জন্মগ্রহণ করেছিলেন বলিউড এই অভিনেতা। ইঞ্জিনিয়ারিং করলেও তার স্বপ্ন ছিল চলচ্চিত্র জগতে প্রবেশ করা। ফলে অভিনয় জগতকেই বেছে নেন তিনি। জনপ্রিয় কোরিওগ্রাফার শামাক দাভারের  নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন অভিনেতা। সেখান থেকে সুযোগ আসে অভিনেতা ঋত্বিক রোশনের সিনেমায় ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করার। সুযোগ হাতছাড়া করেননি অভিনেতা। ধুম টু সিনেমার ধুম ২ গানে তিনি ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেন। এছাড়াও ঐশ্বর্য রাই বচ্চনের একটি সিনেমাতেও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করেন তিনি।

sushant background dancers

 

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘কিস দেশ মে হে মেরা দিল’ সিরিয়ালে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এরপর ‘পবিত্র রিস্তা’ সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা গেছে তাঁকে। এই সিরিয়ালই  তাঁকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। সকলের কাছেই পরিচিত হয়ে ওঠেন তিনি।

1629458447 whatsapp image 2021 08 20 at 16 41 43

২০১৩ সালে পা রাখেন বলিউডে। ‘কাই পো চে’ ছবি দিয়েই প্রথম ডেবিউ করেন অভিনেতা। এই ছবি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। এর পর একের পর এক সিনেমায় দেখা গিয়েছে অভিনেতাকে। তবে সমস্ত কিছুকে উপেক্ষা করে ২০২০ সালের ১৪ ই জুন আচমকা সকলকে বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

additiya

সম্পর্কিত খবর