বাংলাহান্ট ডেস্কঃ কয়েকদিন আগে হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। ফাইনাল ম্যাচ জিতে এবারের ইউরোপ সেরা হয়েছে বায়ার্ন মিউনিখ। সবচেয়ে অবাক করা ব্যাপার শেষ 15 বছরে এই প্রথমবার বর্তমান ফুটবল বিশ্বের দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়াই হয়ে গেল শেষ চারের লড়াই।
আর তাই এই মরশুমের সেরা একাদশে জায়গা হল না মেসি এবং রোনাল্ডোর। ইউরোপ সেরার লড়াই শেষ হওয়ার পরেই এই মরশুমের সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। সেখানে বাদ পড়েছেন মেসি এবং রোনাল্ডো। স্বাভাবিক ভাবেই সেরা একাদশে বায়ার্ন মিউনিখ খেলোয়াড়দের দাপট বেশি। প্রথম একাদশে স্থান পেয়েছে আট জন বায়ার্ন মিউনিখ খেলোয়াড়।
এক নজরে দেখে নেওয়া যাক goal.com এর বিচারে এবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ:
রবার্ট লেওয়ানডস্কি, এলিং হালান্ড, নেইমার জুনিয়ার, থমাস মুলার, থিয়াগো আলকান্তারা, আলফানসো ডেভিস, সার্জি গেনাব্রি, দায়াত ওপামেকানো, ডেভিস আলাবা, জশুয়া কিমিচ এবং ম্যানুয়েল নয়্যার।