চলতি জুন গত ১০০ বছরের থেকে অন্যতম!এত বছরের সবচেয়ে শুষ্কতম মাস

বাংলা হান্ট ডেস্ক : ২০০৯ এবং ২০১৪ – এই দুবারই বর্ষার ওপর এল নিনোর প্রভাব থাকায় বর্ষণের পরিমাণ কমে যায়।গত ১০০ বছরে ভারতে সবচেয়ে শুষ্ক পাঁচটি মাসের মধ্যে জায়গা করে নিল চলতি জুন মাস। স্বাভাবিকের থেকে ৩৫% কম বৃষ্টিপাত হয়েছে এই জুনে। মাস শেষ হতে আর মোটে দু-দিন বাকি। এই দু-দিনে এই বিপুল ঘাটতি মেটানো কোনওমতেই সম্ভব নয় বলে জানিয়েছেন আবহবিদরা।

জুন মাসে স্বাভাবিক নিয়মে ১৫১.১ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা। তার বদলে এবার দেশজুড়ে বৃষ্টি হয়েছে মাত্র ৯৭.৯ মিলিমিটার। গত ১০০ বছরে মাত্র চার বার জুন মাসে দেশে এর থেকে কম বৃষ্টি হয়েছে — ২০০৯ (৮৫.৭ মিমি), ২০১৪ (৯৫.৪ মিমি), ১৯২৬ (৯৮.৭ মিমি) এবং ১৯২৩ (১০২ মিমি)।

01a0b img 20190629 wa0125২০০৯ এবং ২০১৪ – এই দুবারই বর্ষার ওপর এল নিনোর প্রভাব থাকায় বর্ষণের পরিমাণ কমে যায়। এল নিনোর কারণ প্রশান্ত মহাসাগরের পূর্ব ও মধ্যভাগ অস্বাভাবিক উত্তপ্ত হয়ে উঠে বাতাসের অভিমুখ বদলে যায় এবং বর্ষণের পরিমাণ কমে।এখনই এই বিষয়ে সতর্ক হওয়া জরুরি।

সম্পর্কিত খবর