উৎসবের পর একটু বিশ্রাম? ঘুরে আসুন বাগদা, জানুন আশেপাশের ঘোরার জায়গা

Published on:

Published on:

Bagda spend your holiday in Baghdad there are beautiful spots nearby

বাংলা হান্ট ডেস্ক: পুজোর শেষ হলেও এখনো উৎসবের রেশ কাটে নি। এমনকি কাজে ফিরতে মন চাইছে না। সুযোগ খুঁজছেন ঘুরতে যাওয়ার। কিন্তু কোথায় যাবেন ভাবছেন তো। সপ্তাহের শেষে পরিবার ও প্রিয়জনকে নিয়ে ঘুরতে যেতে পারেন স্বল্প চেনা বাগদা (Bagda) বিচে। ট্রেনে করে বালেশ্বর হয়ে কিংবা কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন এই জায়গায়।

বাগদা ভ্রমণেই কাটুক ছুটির দিন! পাশে রয়েছে সুন্দর স্পট (Bagda)

এখানে পুরীর মতন অত বড় ঢেউ নেই। তবে এখানে আছে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার মনোরম দৃশ্য। পাশাপাশি রয়েছে ঝাউয়ের জঙ্গল আর লাল কাঁকড়ার ছোটাছুটি। তাছাড়া বালির ওপর পা বিছিয়ে গুনতে পারবেন আপনি ঢেউ ও সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন (Bagda)।

Bagda spend your holiday in Baghdad there are beautiful spots nearby

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের রেজাল্ট আজই, এক ক্লিকে দেখে নিন ফলাফল অনলাইন লিঙ্কে

এখানে গেলে কোথায় কোথায় ঘুরতে যাবেন তা একনজরে দেখে নিন

সমুদ্রতট: বাগদা থেকে অনায়াসে ঘুরে আসতে পারেন পারে ডুবলাগরি, পরিখী, চাঁদিপুরের মতো সমুদ্রতটগুলো। ডুবলাগরি ও বাগদা একই জায়গায় অবস্থিত। ডুবলাগরি থেকে কিছুটা দূরে রয়েছে পরিখীর মতো জায়গা।

জগন্নাথ মন্দির: পুরী না গেল একবার জগন্নাথ দেবের দর্শন করা সম্ভব। কারণ বালেশ্বরের বাল গোপালপুরে রয়েছে এই মন্দির। বাগদা থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এছাড়া বাগদা থেকে ঘুরে আসতে পারেন ৩৬ কিলোমিটার দূরে থাকা ক্ষীরচোরা গোপীনাথ মন্দির।

কিভাবে যাবেন ও কোথায় থাকবেন?

কলকাতা থেকে বাগদা বিচের দূরত্ব পরে ২৪৬ কিলোমিটার। গাড়ি নিয়ে গেলে সময় লাগবে পাঁচ থেকে ছয় ঘন্টা। আর আপনি যদি ট্রেনে করে যান তাহলে আপনাকে নামতে হবে বালেশ্বর স্টেশনে। সেখান থেকে গাড়ি করে পৌঁছে যাবেন বাগদা বিচে। এখানে থাকার জন্য ইকো ফ্রেন্ডলি হোটেল ও তাঁবু রয়েছে (Bagda)।