পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে, একই প্রেমিকের সঙ্গে উধাও দুই জা, ধরা পড়তেই যা হল… শোরগোল এলাকায়

Published on:

Published on:

Bagda two woman accompanied by the same lover who fled arrested by police

বাংলা হান্ট ডেস্ক: শশুর, শাশুড়ি ও তাদের তিন মেয়েকে চায়ের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দিয়েছিল বাড়ির দুই বউ। তারপরই পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিল দুই জা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায় (Bagda)। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাগদায় পরিবারের সকলকে ঘুম পাড়িয়ে পালালেন দুই জা, সঙ্গী একই প্রেমিক (Bagda)

উত্তর ২৪ পরগনার বাগদায় (Bagda) পাড়ার ঠাকুরপোর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ায় একই বাড়ির দু’ই বউ। আর এই কারনে পরিবারের সকলকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দেওরের সঙ্গে পালান গুণধর দুই বউ। এই ঘটনাটি যেকোনো সিনেমা কেউ হার মানাবে। সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা আরিফ মোল্লার সঙ্গে সম্প্রতি আলাপ হয় একই বাড়ির দুই জা এর। তবে সম্পর্কটা দেওর বৌদির খুনসুটির মতো সম্পর্ক ছিল না। ধীরে ধীরে ওই বাড়ির দুই জা আরিফ মোল্লার প্রেমে পড়েন। আর এই সম্পর্ক হওয়ার পরেই ঘটে-বিপত্তি।

জানা যায়, বাগদা (Bagda) ব্লগের মালিকা গ্রামের শেখ পরিবারের বাড়ির বড় বউয়ের সঙ্গে প্রথমে সম্পর্ক তৈরি করেন আরিফ মোল্লা। এরপর ওই বাড়ির ছোট বউ আরিফ মোল্লা প্রেমে পড়েন। তারপর আরিফের সঙ্গে সংসার পাতার লোভে ওই বাড়ির দুই বউ আরিফের মোল্লার এনে দেওয়া ঘুমের ওষুধ চায়ের সঙ্গে মিশিয়ে খাওয়ান। সেই চা খেয়ে অচেতন হয়ে যান পরিবারের সকলেই।

Bagda two woman accompanied by the same lover who fled arrested by police

আরও পড়ুন: মাথায় হাত Jio-Airtel এর, BSNL- নিয়ে আসল ২০০ টাকার নীচে বাজেট ফ্রেন্ডলি রিচার্জ

পরিবারের সকলে অচেতন হয়ে গেলে, বাড়ি ছেড়ে পালান গুনধর দুই বউ। পালিয়ে তারা কলকাতায় আসেন। তবে শেষ রক্ষে আর হল না। পুলিশের হাতে ধরা পড়েছেন তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবার পুলিশের কাছে অভিযোগ জানান। পরিবারের তরফ থেকে জানানো হয়, আরিফ মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে মেলামেশা করতেন তাদের বাড়ির বউ। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও দাবি করেন তারা। এরপর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ খোঁজাখুঁজি শুরু করেন।

এছাড়াও এই ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ পরিবারের ছোট ছেলে জানান, এর আগেও আরিফ তার স্ত্রী ও বড় বৌদিকে নিয়ে পালিয়ে ছিল। তখন বাচ্চাদের কথা ভেবে তাদেরকে ফিরিয়ে আনি। তবে এবার চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে বাবা মা ও বাচ্চাদের বেহুঁশ করেছিলেন তারা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আরিফের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন শেখ পরিবার। এর পাশাপাশি শেখ পরিবারের দুই বধূকে গ্ৰেফতার করেছে পুলিশ(Police)।