বাংলা হান্ট ডেস্কঃ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (ISIS) এর প্রধান আবু বকর আল বাগদাদি (Abu Bakr al-Baghdadi) কে খতম করল আমেরিকার সেনা। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই খবরের খণ্ডন করেন। বিশ্বের সবথেকে বড় অপরাধী বাগদাদির মৃত্যুর খবর দীপাবলির শুভ অবসরে পাওয়া গেছে। হিন্দু সংস্কৃতি অনুযায়ী, ভগবান শ্রীরাম অসুর রাবণকে বধ করে অয্যোধ্যায় ফিরে এসেছিলেন, আর সেই খুশিতেই হিন্দুরা দীপাবলি পালন করে। আরেকদিকে ভগবান শ্রী কৃষ্ণ নরকাসুর নামের রাক্ষসের বধ করেছিল, আর সেই খুশিতে মথুরার মানুষ দীপাবলি পালন করে। আর বর্তমান সময়ে বাগদাদি বিশ্বের সবথেকে বড় জঙ্গি সংগঠনের প্রধান। আর এই জঙ্গির মৃত্যুর খবরও দীপাবলির দিন আসল।
Something very big has just happened!
— Donald J. Trump (@realDonaldTrump) October 27, 2019
সিরিয়া থেকে নিজেদের সেনা তুলে নেওয়ার সাথে সাথে জঙ্গি সংগঠন আইএসআইএস (ISIS) কে নিঃশেষ করার জন্য আমেরিকা কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। রবিবার আমেরিকার সেনা ইসলামিক স্টেট এর প্রধান আবু বকর আল বাগদাদিকে নিশানা বানিয়ে একটি অভিযান সফল করে আমেরিকা। মার্কিন বায়ুসেনা দ্বারা করা এই হাওয়াই হামলায় ISIS এর প্রধান আবু বকর আল বাগদাদি খতম হয়। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে একটি ট্যুইটও করেছেন। ওই ট্যুইটে উনি লেখেন, এবার কিছু বড়সড় হয়েছে।
The United States has carried out an operation targeting Islamic State leader Abu Bakr al-Baghdadi: Reuters (file pic) pic.twitter.com/tH1KUmDXaG
— ANI (@ANI) October 27, 2019
এর আগেও অনেকবার বাগদাদির মৃত্যুর খবর শোনা গেছে। কিন্তু এবার শোনা যাচ্ছে যে, বাগদাদির মৃত্যু নিয়ে আমেরিকা কিছু প্রমাণ পেশ করতে চলেছে। হোয়াইট হাউস শনিবার রাতে জানিয়েছিল যে, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি বড় বয়ান দেবেন। যদিও এই নিয়ে কোন তথ্য দেওয়া হয়নি যে, উনি কি নিয়ে বয়ান দিতে চলেছেন। হোয়াইট হাউসে সহ প্রেস সচিব হোগান গিডলে বলেন, আমেরিকার রাষ্ট্রপতি রবিবার সকালে চাঞ্চল্যকর তথ্য সামনে আনবেন।
#WATCH US President Donald Trump: He (Abu Bakr al-Baghdadi) will never again harm another innocent man, woman or child. He died like a dog, he died like a coward. The world is now a much safer place. pic.twitter.com/8NB69yA3b1
— ANI (@ANI) October 27, 2019
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রথমে ট্যুইট করে বাগদাদির মৃত্যুর আভাস দেন। আর এরপর একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি জানান, সংযুক্ত রাষ্ট্র আমেরিকা বিশ্বের এক নম্বর জঙ্গি নেতাকে খতম করেছে। উনি জানান যে, আইসিস প্রধান বাগদাদিকে খতম করেছে সেনা।