বালাকোট সেক্টরে জওয়ানদের সাথে দীপাবলি পালন করলেন প্রধানমন্ত্রী মোদী, ৩৭০ তুলে দেওয়ার পর এটাই ওনার প্রথম কাশ্মীর সফর

বাংলা হান্ট ডেস্কঃ আজ গোটা দেশে ধুমধাম করে দীপাবলি পালন হচ্ছে। আর দেশের প্রধানমন্ত্রী এই শুভ অবসরে আজ জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় সেনা জওয়ানদের সাথে দীপাবলি পালন করেন। এই শুভ অবসরে প্রধানমন্ত্রী মোদী শৌর্য আর পরাক্রমকে নমন জানিয়ে দীপাবলির শুভকামনা জানান সেনা জওয়ানদের।

এটাই প্রথম অবসর না যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের জওয়ানদের সাথে দীপাবলি অথাবা অন্য কোন উৎসব পালন করেন। এর আগে ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডে ভারত চীন সীমান্তের বরফে ঘেরা উপত্যকায় আইটিবিপি জওয়ানদের সাথে উৎসব পালন করেছিলেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী সিয়াচেনে দীপাবলি পালন করেছিলেন।

২০১৫ সালে দীপাবলির অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাব সীমান্তের সফরে গেছিলেন। ওনার ওই সফর ভারত চীন এর ১৯৬৫ এর যুদ্ধের ৫০ বছর পূর্তিতে হয়েছিল। এরপরের বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিমাচলের সফরে গেছিলেন, সেখানে তিনি ভারত তিব্বত সীমান্তে সেনার সাথে দীপাবলি পালন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৭ সালে জম্মু কাশ্মীরের গুরেইজ এলাকায় সেনার সাথে দীপাবলি পালন করেছিলেন। আর এবার তিনি রাজৌরি জেলায় বালাকোট সেক্টরে জওয়ানদের সাথে দীপাবলি পালন করেন।

প্রধানমন্ত্রীর এই সফরের জন্য জম্মু শহরে সুরক্ষা ব্যাবস্থা আরও কড়া করা হয়েছে। আগামী দুই তিন দিন শহরে নিরপত্তা ব্যাবস্থা আরও বাড়িয়ে দেওয়া হবে। দীপাবলি, ভাইফোঁটা আর বিশ্বকর্মা দিবস নিয়ে বাজারে ভিড় বাড়ছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য শহরের সমস্ত প্রধান স্থান আর ভিড়ে ভরা বাজার গুলোতে ২৪ ঘণ্টা জওয়ানেরা পেট্রোলিং করবেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর