তৃণমূল নেতার যৌন লালসার হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যু মায়ের,প্রতিবাদে বিক্ষোভ লকেট চ্যাটার্জি ও সৌমিত্র খাঁ এর

 

বাংলা হান্ট ডেস্ক : উত্তপ্ত হাওড়ার বাগনানের খাদিনা মোড়। তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর যৌন লালসার হাত থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মৃত্যু মায়ের। এই ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে বাগনান। প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপির লকেট চ্যাটার্জি ও সৌমিত্র খাঁ।

প্রসঙ্গত, বাগনানের খাদিনানে ফোনের নেটওয়ার্কের সমস্যার কারণে ছাঁদে উঠেন এক তরুণী। সেই সময় ছাদেই লুকিয়ে থাকা এক ব্যক্তি ওই তরুনীর শীলতাহানি করার চেষ্টা করেন বলে অভিযোগ। তরুণী চিৎকার শুরু করলে মেয়ের চিৎকারে ছাদে উঠে যান তার মা। বেগতিক দেখে ওই তরুনীর মাকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দেন এলাকার পরিচিত ওই তৃণমূল নেতা।

IMG 20200624 WA0014

সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান ওই মহিলা। এরপর ওই মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তারপর এলাকা ছেড়ে চম্পট দেয় ওই তৃণমূল নেতা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রাজ্যের বিজেপি নেতৃত্ব অর্থাৎ লকেট চ্যাটার্জি ও সৌমিত্র খাঁ। সেখানে গিয়ে অভিযুক্তর গ্রেফতারের দাবিতে 6 নম্বর জাতীয় সড়কে অবরোধে বসেন। আশেপাশে এলাকার বিজেপি কর্মী সমর্থকরাও সেখানে জমায়েত করেন। বিকেলের দিকে তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে দোষীকে কড়া শাস্তি দেওয়া হবে।

Udayan Biswas

সম্পর্কিত খবর