বাংলা হান্ট ডেস্ক : দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, সন্দীপ রায় নিয়ে আসছেন ফেলুদার (Feluda) পরের ছবি ‘নয়ন রহস্য’। চলতি বছরের শীতেই আসতে পারে সেই ছবি। সন্দীপ রায় পরিচালিত এই ছবিতে আবারও ফেলুদার ভূমিকায় অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্তকে। তবে বড় চমক তো এখনও বাকি। সূত্রের খবর, এই ছবিতে অভিনয় করবেন ‘বাহুবলী’র (Bahubali) এক অভিনেতা।
এই খবর প্রকাশ্যে আসতেই সকলের মনে প্রশ্ন, কাকে আনতে চলেছেন সন্দীপ রায়? আর ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন তিনি? পাঠকদের যারা ‘নয়ন রহস্য’-এর কাহিনিটি পড়েছেন, তারা হয়ত জানেন যে, গল্পে সত্যজিৎ রায় এক বিশালাকার গুণ্ডার কথা বর্ননা করেছিলেন। বইতে লেখা আছে, ‘এক বগলে লালমোহনবাবু এবং অন্য বগলে নয়নকে নিয়ে সে দ্রুত পা ফেলে দূরে সরে যাচ্ছে।’
আর এই ভয়ঙ্কর ‘দানব’-এর চরিত্রেই অভিনয় করবেন ‘বাহুবলী’র অভিনেতা। টলিপাড়ার খবর, এই অভিনেতার নাম চরণদীপ সুরেননি। বাহুবলী ছবিতে তাকে কালকেয়র রাজার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও তার চরিত্র খুব বেশিক্ষণের ছিলনা। তবে তার মধ্যেও নজর কেড়েছিল তার বিকটদর্শন।
আরও পড়ুন : উন্মুক্ত বক্ষ, বাথরুম থেকে অর্ধনগ্ন ছবি শেয়ার স্বস্তিকার! জানালেন স্তনের মাপও
জানা যাচ্ছে, তার এই চেহারার সাথে সত্যজিৎ বাবুর ঐ ভয়ঙ্কর দানবের মিল খুঁজে পেয়েছেন সন্দীপ রায়। আর তাই আপাতত তাঁকেই নাকি এই বিশালদর্শন খলনায়কের চরিত্রে জন্য পছন্দ হয়েছে পরিচালকের। বাকি চরিত্রের কথা বলল, আগের ফেলুদা কাহিনির প্রধান তিন চরিত্রে এবারেও অভিনয় করবেন একই অভিনেতারা।
আরও পড়ুন : গদর ২ অতীত! শাহরুখ, সলমনকে টেক্কা দিতে আরো এক বিখ্যাত সিনেমার সিক্যুয়াল আনছেন সানি দেওল
বাকি কাস্টিং-র কাজ করছেন খোদ পরিচালক। এতদিন কেবল খলনায়ক কে হবে তা নিয়েই চিন্তা ছিল। তবে এবার সেই সংশয় কেটেছে। যদিও বিষয়টি নিয়ে কোনও অফিশিয়াল স্টেটমেন্ট এখনও আসেনি। সন্দীপ রায় ব্যক্তিগতভাবেও মুখ খোলেননি এটি নিয়ে। ছবির শুটিং শুরু হলে বাকি বিষয় বিস্তারিত জানা যাবে বলে ধারণা।