ভোটের আগে বিজেপি বিরোধী জোটে বড় ধাক্কা! বিধানসভা নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত মায়াবতীর

বাংলা হান্ট ডেস্কঃ বহুজন সমাজ পার্টি (BSP) আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন 2022 এর আগে বড় সিদ্ধান্ত নিল। রাষ্ট্রীয় রাজধানী দিল্লীতে মায়াবতীর (Mayawati) নেতৃত্বে হওয়া বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, BSP আগামী নির্বাচন একাই লড়বে। শোনা যাচ্ছে যে, ২০১৯ এ লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সাথে পাওয়া সফলতার পর দুই দল একসাথেই নির্বাচনে লড়বে। কিন্তু দলের সুপ্রিমো মায়াবতী নির্দেশ দিয়েছেন যে, দল বুথ স্তরে সম্পূর্ণ ভাবে প্রস্তুত তাই এবার তাঁরা একাই লড়বে।

আপনাদের জানিয়ে দিই, বহুজন সমাজ পার্টি লোকসভা নির্বাচনে ১০ টি আসনে জয় পেয়েছিল। আজকে দিল্লীতে হওয়া বৈঠকে বহুজন সমাজ পার্টি বিহার আর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর প্রদেশ নির্বাচনে মায়াবতীর সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হল দলের অন্দরে দ্বন্দ্বকে থামান। উত্তর প্রদেশে বিগত কয়েকমাসে BSP এর মধ্যে সবথেকে বেশি ভাঙনের চিত্র দেখা গেছে। কখনো BSP নেতা অখিলেশের দল সমাজবাদী পার্টিতে গিয়ে নাম লিখিয়েছেন, আবার কখনো বিজেপির হাত ধরেছেন। আর এই জন্যই তড়িঘড়ি দলের সাংগঠনিক দিক মজবুত করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৭ এর বিধানসভা নির্বাচনে BSP ৪০৩ টি আসনে লড়েছিল আর সেখানে ১৯ টি আসনে জয় পেয়েছিল। BSP এর ভোট পার্সেন্টেজ ৩ শতাংশেরও কম ছিল। আরেকদিকে বিজেপি ৩১২ টি আসনে জয়লাভ করে ঐতিহাসিক জয় হাসিল করে নিয়েছিল। এছাড়াও সমাজবাদী পার্টি কংগ্রেসের সাথে মিলে ২৯৮ টি আসনে প্রার্থী দিয়েছিল। সেখানে তাঁরা ৪৭ টি আসনে জয়লাভ করেছিল। এবং কংগ্রেস ১০৫ টি আসনে লড়াই করে ৭ টি আসন দখল করতে সক্ষম হয়েছিল।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর